IFA Shield 2025: আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হলে ভিন রাজ্যের রেফারি! আর কী কী পরিকল্পনা?

Published : Oct 14, 2025, 10:41 PM ISTUpdated : Oct 15, 2025, 01:32 AM IST
IFA Shield

সংক্ষিপ্ত

IFA Shield 2025: যদি শিল্ড ফাইনালে বড় ম্যাচ হয়, তাহলে নিরপেক্ষ রেফারি ম্যাচ পরিচালনা করবেন। অর্থাৎ, আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হলে, ভিন রাজ্য থেকে আসা রেফারি ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।

IFA Shield 2025: আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হলে ম্যাচ পরিচালনা করবেন ভিনরাজ্যের রেফারি (ifa shield 2025 schedule)। সেইরকমই পরিকল্পনা করছে আইএফএ। আগামী ১৮ অক্টোবর, শনিবার আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে ৬টায় (ifa shield 2025 teams)। 

ফাইনালে কি ভিন রাজ্যের রেফারি?

জানা যাচ্ছে, যদি শিল্ড ফাইনালে বড় ম্যাচ হয়, তাহলে নিরপেক্ষ রেফারি ম্যাচ পরিচালনা করবেন। অর্থাৎ, আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হলে, ভিন রাজ্য থেকে আসা রেফারি ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন। 

 

 

চলতি শিল্ডে ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলানো হচ্ছে এবং প্রতিটি গ্রুপ থেকে একটি দল ফাইনালে যাবে। ইতিমধ্যেই গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল ফাইনালে চলে গেছে। মঙ্গলবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নামধারী এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে লাল হলুদ ব্রিগেড। তারা গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন। 

কিন্তু গ্রুপ বি থেকে কারা যাবে? বুধবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে যারাই জিতবে তারাই ফাইনালে। কারণ, মোহনবাগান এবং ইউনাইটেড, দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে গোকুলামকে হারিয়ে। 

বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

 

 

অতএব বুধবার, হাইভোল্টেজ ম্যাচ। যে দল জিতবে, সেই দলই ফাইনালে। অন্যদিকে, এই বছর আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের এক বড় অংশই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের দুর্যোগে নিপীড়িত মানুষদের হাতে। ইতিমধ্যেই জোম্যাটো পরিচালিত ডিসট্রিক্ট অ্যাপ্লিকেশনে (District by Zomato) টিকিট ছেড়ে দেওয়া হয়েছে।

সমর্থকরা ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন এবং টিকিটের দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা। এরপর যুবভারতীর কাউন্টার থেকে সেই টিকিট রিডিম করতে হবে। তবে দুই প্রধান ফাইনালে উঠলে, তাদের ক্লাব তাঁবু থেকেও রিডিম করা যাবে।

সেইসঙ্গে, ফাইনালের দিন থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুবভারতীতে বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্বাবধানে নারায়ানা স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করবেন এদিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?