আইএফএ শিল্ড ২০২৫: নামধারীকে সহজেই হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, অপেক্ষা কলকাতা ডার্বির

Published : Oct 14, 2025, 04:43 PM ISTUpdated : Oct 14, 2025, 05:04 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

Kolkata Derby: বিরাট কোনও অঘটন না ঘটলে শনিবার আইএফএ শিল্ড (IFA Shield 2025) ফাইনালে কলকাতা ডার্বি হচ্ছে। ইস্টবেঙ্গল (East Bengal FC) ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ফাইনালে পৌঁছতে পারে।

DID YOU KNOW ?
সফলতম ক্লাব ইস্টবেঙ্গল
আইএফএ শিল্ডের ইতিহাসে শপলতম দল ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ২৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।

IFA Shield 2025: প্রত্যাশিতভাবেই আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গেল এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল (East Bengal FC)। মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে (Namdhari Sports Academy) ২-০ হারিয়ে ফাইনালে জায়গা করে নিল অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দল। এদিন লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল করলেন মহম্মদ বাসিম রশিদ (Mohammed Bassim Ahmed Rashid) ও বিষ্ণু পি ভি (Vishnu PV)। ১৯ মিনিটে ডান পায়ের অসাধারণ শটে প্রথম গোল করেন রশিদ। এরপর ৪২ মিনিটে ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন বিষ্ণু। প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু আর গোল হয়নি। শনিবার আইএফএ শিল্ড ফাইনাল। ৩০-তম খেতাব জয়ের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড। এই নিয়ে ৪১ বার আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

দাপুটে জয় ইস্টবেঙ্গলের

এদিন ইস্টবেঙ্গলের জোড়া গোলই দলগত ফুটবলের ফসল। প্রথম গোলের ক্ষেত্রে সল ক্রেসপোর (Saúl Crespo Prieto) ক্রসে মাথা ছুঁইয়ে গোল করার চেষ্টা করেন মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। কিন্তু তাঁর হেড পোস্টে লেগে ফিরে আসে। নামধারীর ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। ফিরতি বল পেয়ে যান রশিদ। বক্সের ঠিক বাইরে থেকে তাঁর ডান পায়ের উঁচু শট জালে জড়িয়ে যায়। দ্বিতীয় গোলের ক্ষেত্রে ক্রেসপোর কাছ থেকে বল পেয়ে দুরন্ত শট নেন বিষ্ণু। হার মানেন নামধারীর গোলকিপার নীরজ কুমার (Niraj Kumar)।

ফাইনালের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

এদিন প্রথম একাদশে একাধিক বদল আনেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার। গোলকিপার প্রভসুখন সিং গিল (Prabhsukhan Singh Gill), ডিফেন্ডার কেভিন লিওনেল সিবিলে (Kevin Sibille), স্ট্রাইকার ডেভিড লাললানসাঙ্গা (David Lalhlansanga), উইঙ্গার বিষ্ণু পি ভি (Vishnu PV) খেলার সুযোগ পান। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন জেসিন টিকে (Jesin TK), হামিদ আহাদাদ (Hamid Ahadad)। ফাইনালের আগে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিলেন অস্কার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪১
৪১ বার আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
১৯ বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ৪১ বার ফাইনালে পৌঁছে গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?