India vs Singapore: আবারও পরাজয়! এবার ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে লজ্জার হার ভারতের

Published : Oct 15, 2025, 02:40 AM IST
India vs Singapore

সংক্ষিপ্ত

India vs Singapore: এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড থেকে কার্যত, ছিটকে গেল খালিদ ব্রিগেড। 

India vs Singapore: ভারতীয় ফুটবলের জন্য চূড়ান্ত লজ্জার দিন। ফিফা ক্রমতালিকায় ১৫৮ তম স্থানে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে পরাজিত ভারতীয় ফুটবল দল (india vs singapore football)। তাও আবার ঘরের মাঠে হার (india vs singapore football match)। 

ভারতের শেষ দুটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার

এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড থেকে কার্যত, ছিটকে গেল খালিদ ব্রিগেড। আর এই হারের ফলে, ভারতের শেষ দুটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার। যদিও এই দলটাই কিন্তু কাফা নেশনস কাপে বেশ ভালো খেলেছিল। গত সপ্তাহে, এই সিঙ্গাপুরের বিরুদ্ধেই শেষ মুহূর্তের গোলে ড্র করে ব্লু-টাইগার্সরা। 

 

 

কিন্তু মঙ্গলবার, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়ে নামলেও শেষপর্যন্ত, হারতে হল ভারতকে। ডিফেন্স খুবই বাজে জায়গায় আছে দলের। তাছাড়া আক্রমণের ক্ষেত্রেও সবকিছু ঠিকঠাক হল না। 

যদিও শুরুটা বেশ ভালোই হয়। মাঝমাঠ এবং দুটি উইংকে সঠিকভাবে ব্যবহার করতে থাকেন সুনীলরা। তবে ফাইনাল থার্ডে বারবার ব্যর্থ! যদিও খেলার ১৪ মিনিটে, দূরপাল্লার শটে গোল করে ভারতকে এগিয়ে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। সেই গোলের পর, লাগাতার আক্রমণ শানাতে থাকে ভারত। 

 

 

হংকং এবং সিঙ্গাপুর দুটি দলেরই এই মুহূর্তে ৮ পয়েন্ট

তবে সিঙ্গাপুরও পাল্টা আক্রমণ করতে শুরু করে। এদিন একাধিকবার চাপে পড়েছে ভারতীয় রক্ষণ। ম্যাচের ৪৪ মিনিটে, সিঙ্গাপুরের হয়ে গোল করে সমতা ফেরান উই ইয়ং সং। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে। 

এরপর দ্বিতীয়ার্ধে, ভারতীয় রক্ষণের ভুলেই জোরালো শটে গোল করে যান সেই উই ইয়ং সং। এরপরও অবশ্য চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ভারত। এই হারের জেরে এশিয়ান কাপের মূলপর্বে ভারতের খেলার আশা প্রায় শেষ। আপাতত চার ম্যাচে ভারতের সংগ্রহ ২ পয়েন্ট। হংকং এবং সিঙ্গাপুর দুটি দলেরই এই মুহূর্তে ৮ পয়েন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে