World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল নেদারল্যান্ডস, জায়গা পাকা জার্মানিরও

Published : Nov 18, 2025, 09:55 PM ISTUpdated : Nov 18, 2025, 10:33 PM IST
World Cup Qualifiers

সংক্ষিপ্ত

World Cup Qualifiers: গ্রুপ জি-র লড়াইতে নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে পরাজিত করেছে। অরেঞ্জ আর্মির হয়ে গোল করেন তিজানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স এবং ডোনিয়েল মালেন। 

World Cup Qualifiers: আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডস। সঙ্গে জায়গা পাকা জার্মানিরও (world cup qualifiers)। অর্থাৎ, ইউরোপ থেকে আরও দুটি দল আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাকা করে নিল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতল জার্মানি এবং নেদারল্যান্ডস। এই বড় জয়ের সুবাদে তারা বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল (world cup qualifiers europe 2026)।  

লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারাল নেদারল্যান্ডস

গ্রুপ জি-র লড়াইতে নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে পরাজিত করেছে। অরেঞ্জ আর্মির হয়ে গোল করেন তিজানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স এবং ডোনিয়েল মালেন। এই জয়ের সুবাদে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা  পাকা করে নিল নেদারল্যান্ডস। ১২তম ফুটবল বিশ্বকাপে খেলতে নামছে তারা।

অপরদিকে, নিজেদের শেষ ম্যাচে, ৬-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে দিয়েছে জার্মানি। জোড়া গোল করেন লেরয় সানে। একটি করে গোল নিক উয়োল্টেমাডে, সের্গে ন্যাব্রি, রিডল বাকু এবং আসান কুয়েদ্রাগোর। আর এই সহজ জয়ের ফলে, গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা পাকা করে নিয়েছে জুলস নাগেলসমানের দল। 

আগামী বছর, আমেরিকার মাটিতে ২১ বারের জন্য বিশ্বকাপ খেলতে নামবে জার্মানি। উল্লেখ্য, আগামী বছর থেকে ৪৮ দলের বিশ্বকাপ হতে চলেছে। ইতিমধ্যেই ৩৪টি দল জায়গা করে নিয়েছে মূলপর্বে। অর্থাৎ, আরও ১৪টি জায়গা বাকি রয়ে গেছে। মোট ৪৮ দলের মধ্যে ইউরোপ থেকে ১৬টি, আফ্রিকা থেকে ৯টি, এশিয়া থেকে ৮টি, কনমেবল থেকে ৬টি, কনকাকাফ থেকে ৬টি এবং ওশিয়ানিয়া থেকে ১টি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে। 

আগামী বছর থেকে ৪৮ দলের বিশ্বকাপ

তবে বাকি দু’টি জায়গা আন্তঃমহাদেশীয় প্লে-অফের মধ্য দিয়ে ঠিক করা হবে। এদিকে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যেহেতু আয়োজক দেশ, তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলতে নামবে। ইউরোপ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, পর্তুগাল, নরওয়ে, জার্মানি এবং নেদারল্যান্ডস। এশিয়া থেকে বিশ্বকাপের মূলপর্বে খেলবে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, কাতার এবং সৌদি আরব। 

আফ্রিকা থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিসিয়া, ইজিপ্ট, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও আইভরি কোস্ট। কনমেবল থেকে আর্জেন্টিনা, ব্রাজ়িল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং কলম্বিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র অর্জন পেয়েছে। ওশিয়ানিয়া থেকে খেলবে নিউজ়িল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?