কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-কুয়েত ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর বিদায়ী ম্যাচ ঘিরে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-কুয়েত ম্যাচের জন্য ২৭ জনের দল ঘোষণা করলেন ভারতের প্রধান কোচ ইগর স্টিম্যাচ। এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে কলকাতায় হাহাকার দেখা যাচ্ছে। গ্যালারি পূর্ণ থাকবেন বলে আশা করা হচ্ছে। এই ম্যাচে ভারতীয় দল ভালো পারফরম্যান্স দেখাবে বলেই আশা করছেন ফুটবলপ্রেমীরা। কুয়েতের বিরুদ্ধে ম্যাচে শক্তিশালী দলই ঘোষণা করেছেন স্টিম্যাচ। দলে আছেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও বিশাল কাইথ। ডিফেন্ডার হিসেবে আছেন অ্যামে রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দর, নিখিল পূজারি, রাহুল ভেকে ও শুভাশিস বসু। মিডফিল্ডার হিসেবে আছেন অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমুন্ড লালরিনডিকা, জিকসন সিং থুনাওজম, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেখর, সাহাল আবদুল সামাদ ও সুরেশ সিং ওয়াংজম। স্ট্রাইকার হিসেবে আছেন ডেভিড লালানসানগা, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী ও বিক্রম প্রতাপ সিং।
৬ জুন ভারত-কুয়েত ম্যাচ
কুয়েতের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রাথমিকভাবে ৩২ জন ফুটবলারকে প্রস্তুতি শিবিরে ডেকেছিলেন স্টিম্যাচ। ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির থেকে ৫ জন ফুটবলারকে ছেড়ে দেওয়া হল। এই ফুটবলাররা হলেন ফুরবা লাচেনপা, পার্থিব গগৈ, ইমরান খান, মহম্মদ হাম্মাদ ও জিতিন এম এস।
আগামী সপ্তাহে কলকাতায় আসছেন সুনীলরা
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরেই প্রস্তুতি নেবে ভারতীয় দল। তারপর কলকাতায় আসবেন সুনীল, মহেশরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে ভারতীয় দল। কুয়েতের বিরুদ্ধে খেলার পর ১১ জুন কাতার উড়ে যাবে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কলকাতার যুবভারতীতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, টিকিট কিভাবে কাটবেন এবং দাম কত?
Sunil Chhetri: 'তোমার জন্য গর্বিত,' সুনীলকে বার্তা বিরাটের, শুভেচ্ছা নীরজ, সিন্ধুরও
Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ভারতের অন্যতম ফুটবলার সুনীল ছেত্রী-র