অবাক ফুটবলপ্রেমীরা, ইউরোর আগেই অবসর ঘোষণা করলেন এই জার্মান মিডফিল্ডার

আগামী জুন মাস থেকেই শুরু হচ্ছে ইউরো কাপ। আর তারপরই পাকাপাকিভাবে ফুটবল থেকে অবসর নিচ্ছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ।

 

আগামী জুন মাস থেকেই শুরু হচ্ছে ইউরো কাপ। আর তারপরই পাকাপাকিভাবে ফুটবল থেকে অবসর নিচ্ছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ।

প্রসঙ্গত, এর আগেও তিনি একবার জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। কিন্ত দলের স্বার্থে আবার ফিরে এসেছিলেন। জার্মানি জাতীয় দলের হয়ে বেশ ভালো ফুটবল উপহার দেন তিনি। তবে শুধু জার্মানি নয়, রিয়াল মাদ্রিদের হয়েও চুটিয়ে ফুটবল খেলেছেন ক্রুজ। কিন্তু এবার যেন সত্যিই বিদায়ের পালা। মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন জার্মানির নির্ভরযোগ্য ফুটবলার টনি ক্রুজ।

Latest Videos

রিয়াল মাদ্রিদের তাদের নিজেদের ইন্সটাগ্রাম প্রোফাইলে সেই ঘোষণাই করল। ইউরো কাপের পরই ফুটবল থেকে অবসর নিতে চলেছেন ক্রুজ, জাতীয় এবং ক্লাব পর্যায়ের আর কোনও প্রতিযোগিতাতেই খেলবেন না তিনি। গত ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জেতে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন টনি ক্রুজ। তারপর তিনি যোগ দেন রিয়ালে। একাধিক প্রতিযোগিতায় রিয়ালের জার্সি গায়ে সাফল্য পান এই ফুটবলারটি। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা সহ অন্যান্য ট্রফি। বাস্তবে রিয়াল মাদ্রিদও কিন্তু তাঁর এই দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছে।

টনি ক্রুজ যে নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের একজন অন্যতম সেরা ফুটবলার, সেই কথা পরিষ্কার জানিয়েছে তারা। অন্যদিকে, ক্রুজও নিজের ইন্সটাগ্রামে বলেছেন, “রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আমার জীবন বদলে যায়। শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও আমার জীবনে বদল আসে। এটি ছিল বিশ্বের অন্যতম সেরা ক্লাবের হয়ে আমার একটি অধ্যায়। আমার সাফল্যের পিছনে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”

সেইসঙ্গে, তিনি মাদ্রিদ ফ্যানদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও যোগ করেছেন, “রিয়াল মাদ্রিদ আমার জীবনের শেষ ক্লাব। আমি ভীষণ খুশি এবং গর্বিত। আমি একদম সঠিক সময়ে এসেই এই সিদ্ধান্তটা নিতে পারলাম।”

সবমিলিয়ে ইউরোর আগেই আপামর ফুটবলপ্রেমীদের অবাক করে দিয়ে অবসর ঘোষণা করলেন টনি ক্রুজ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News