
Indian Football: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন শেষপর্যন্ত, সুপ্রিম কোর্টের নির্দেশকেই মান্যতা দিল (Supreme Court on Indian football)। নয়া সংবিধানের ২৫.৩ (সি) এবং (ডি) ধারা কার্যত, মেনে নিল এআইএফএফ। তার ফলে, জাতীয় এবং রাজ্য ফুটবল সংস্থা, এই দুই জায়গায় পদ দখল করে থাকতে পারবেন না আর কোনও কর্তা (indian super league supreme court)।
গত ১৫ অক্টোবর, সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয়, যেখানে তিন সপ্তাহের মধ্যে নতুন সংবিধানের এই ধারা মেনে নেওয়ার কথা বলা হয়। তারপরেই কিছুটা সময় পেরিয়ে গিয়ে সোমবার, অনলাইন বৈঠকের মাধ্যমে এই ধারা মেনে নেওয়া হয় ফেডারেশনের তরফে।
তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না। কারণ, তাঁর মেয়াদ শেষ হবে আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। সোমবার, একটি বিবৃতি দিয়ে এই নতুন সংবিধানের সবকটি ধারা পুরোপুরিভাবে মেনে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে ফেডারেশন।
অর্থাৎ, ফেডারেশনের কর্মসমিতির কোনও কর্তার তরফেই রাজ্য সংস্থার কোনও পদ ধরে রাখা আর সম্ভব নয়। ইতিমধ্যেই এআইএফএফ জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও যে প্রস্তাব দিয়েছিলেন, তা মেনে নিয়েই নতুন সংবিধানকে সফলভাবে গ্রহণ করা হয়েছে। এমনকি, সকলকে ধন্যবাদও জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।
তবে বাকি ধারাগুলি অবশ্য এর আগেই বার্ষিক সাধারণ সভা থেকে মান্যতা পেয়ে গেছিল। তবে এই দুটি ধারা নিয়েই মূলত, জল্পনা এবং আলোচনা চলতে থাকে। প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির তৈরি করা খসড়া সংবিধানে বেশ কয়েকটি সংশোধনী নিয়ে আসা হয় এবং বলা হয়, সেটি চার সপ্তাহের মধ্যে মেনে নিতে হবে।
সেইরকমই নির্দেশ দেওয়া হয় ফেডারেশনকে। তবে ২৫.৩ (সি) এবং (ডি) ধারা দুটিকে অবশ্য অনেক কর্তাই মেনে নিতে চাননি। সেক্ষেত্রে তাদের যে কোনও একটি পদ ছেড়ে দিতে হত। তাই মানতে চাননি। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট আবার একই নির্দেশ দেওয়ার জেরে, আর কোনও উপায় না দেখে সেই দুটি ধারা সহ গোটা সংবিধানকেই এবার মেনে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।