
UEFA Champions League: মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচ ছিল। চমকপ্রদ ফল দেখা গেল। নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) বার্সেলোনাকে (Barcelona) ৩-০ উড়িয়ে দিল চেলসি (Chelsea)। অন্য ম্যাচে নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে (Etihad Stadium) জার্মানির (Germany) ক্লাব বেয়ার লেভারকুসেনের (Bayer Leverkusen) কাছে ০-২ হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই ম্যাচ আবার ম্যান সিটি ম্যানেজার হিসেবে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) শততম ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচেই তাঁর দল হেরে গেল। একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ম্যান সিটি। অন্য ম্যাচে ভিলারিয়ালকে (Villareal) ৪-০ উড়িয়ে দিল জার্মানির অন্যতম সেরা দল বরুশিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund)। ফলে জার্মানির দুই ক্লাবই জয় পেল।
চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিগ পর্যায়ের খেলায় তৃতীয় জয় পেল চেলসি। ২৭ মিনিটে জুলস কুন্দের (Jules Koundé) আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখার ফলে লাল কার্ড দেখে বার্সার সমস্যা বাড়িয়ে দেন রোনাল্ড আরায়ো (Ronald Arajo)। ১০ জনে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। ৫৫ মিনিটে অসাধারণ গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান (Brazilian) তারকা এস্তেভাও (Estêvão)। এরপর ৭৩ মিনিটে তৃতীয় গোল করেন লিয়াম ডেলাপ (Liam Delap)। সব টুর্নামেন্ট মিলিয়ে গত ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচেই হেরে গেল বার্সা। ফলে ম্যানেজার হ্যান্সি ফ্লিকের (Hansi Flick) উপর চাপ বাড়ল।
ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) নিউক্যাসলের (Newcastle) কাছে হারের পর বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ১০টি পরিবর্তন আনেন গুয়ার্দিওলা। দলের অন্যতম তারকা স্ট্রাইকার আর্লিং হ্যালান্দকেও (Erling Haaland) প্রথম একাদশে রাখা হয়নি। কিন্তু তাতে কোনও লাভ হল না। বেয়ার লেভারকুসেন বরাবরই গতি ও শক্তির উপর নির্ভর করে খেলে। এবারও সেই কৌশলে খেলে ম্যান সিটিকে টেক্কা দিল জার্মানির দলটি। ২৩ মিনিটে প্রথম গোল করেন আলেয়ান্দ্রো গ্রিমাল্ডো (Alejandro Grimaldo)। এরপর ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করেন প্যাট্রিক শিক (Patrik Schick)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।