Indian Football Association: কলকাতার টাউন হলে রবিবার, অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান (annual prize distribution ceremony)। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন জার্মান ফুটবল দলের অধিনায়ক তথা কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউজ (Lothar Matthäus)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, কার্তিক শেঠ, ভাস্কর গাঙ্গুলি, কম্পটন দত্ত, নাসির আহমেদ, রঞ্জিত মুখার্জী, দীপক মন্ডল, বিদেশ বসু, সুমিত মুখার্জী, সঞ্জয় মাঝি, দীপেন্দু বিশ্বাস, বিশ্বনাথ মন্ডল, মেহতাব হোসেন, ফাল্গুনী দত্ত এবং গৌতম ঘোষ সহ একঝাঁক প্রাক্তন ফুটবলার (indian football association prize distribution ceremony)।
সেইসঙ্গে, ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং অজিত বন্দোপাধ্যায়। সবাইকে স্বাগত জানান সচিব অনির্বাণ দত্ত।
বিশ্বকাপ জয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউজ প্রিমিয়ার ডিভিশনের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা রেফারি, অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, ইউথ লিগ সহ নার্সারি ডিভিশন, কন্যাশ্রী কাপ,পঞ্চম থেকে প্রিমিয়ার ডিভিশনের সকল চ্যাম্পিয়ন ও রানার্স দলকে এবং প্রতিটি বিভাগের সেরা কোচ , সবোর্চ্চ গোলদাতাদের পুরস্কৃত করা হয় আইএফএ-র তরফ থেকে।
শুধু তাই নয়, বিভিন্ন ডিভিশনের জন্য ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়। সদ্য সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা দল। সেইসঙ্গে, জুনিয়র জাতীয় ফুটবলে রানার্স ও সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে রানার্স বাংলা দলকে সংবর্ধিত করা হয় রবিবার। এই অনুষ্ঠানে ময়দান থেকে শুরু করে জেলা ফুটবল পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, নিরলস পরিশ্রমের জন্য আইএফএ কর্মীদেরও সম্মান জানানো হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।