বিশ্বকাপ ফুটবল ২০২৬: পর্তুগালের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

Published : Nov 14, 2025, 05:34 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo: আগামী বছর বিশ্বকাপে (2026 FIFA World Cup) পর্তুগালের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাই হয়তো তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। অবসর নেওয়ার আগে অন্তত একবার বিশ্বকাপ জিততে চান রোনাল্ডো।

DID YOU KNOW ?
বিশ্বকাপের যোগ্যতা অর্জন
সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে গ্রুপের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে জয় পেতেই হবে পর্তুগালকে। সেই ম্যাচে নেই রোনাল্ডো।

2026 FIFA World Cup: ২২ বছর ধরে আন্তর্জাতিক ফুটবল খেলছেন। প্রথমবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের (Republic of Ireland) বিরুদ্ধে ৬১ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন রোনাল্ডো। এই ম্যাচে ০-২ হেরে যায় পর্তুগাল (Portugal)। এই ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলত পর্তুগাল। কিন্তু হেরে যাওয়ায় রোনাল্ডোদের অপেক্ষা করতে হচ্ছে। আইরিশদের হয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন ট্রয় প্যারট (Troy Parrott)। রোনাল্ডো লাল কার্ড দেখার পর আর সমতা ফেরাতে পারেনি পর্তুগাল। এই ম্যাচে লাল কার্ড দেখার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এফ-এ নিজেদের শেষ ম্যাচে আর্মেনিয়ার (Armenia) বিরুদ্ধে খেলতে পারবেন না রোনাল্ডো।

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো?

পর্তুগাল নিশ্চিতভাবেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারবে। সেক্ষেত্রে রোনাল্ডো প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। পর্তুগাল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কেমন পারফরম্যান্স দেখায়, বিশ্বকাপের আগে কতগুলি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং লাল কার্ড দেখার জন্য ফিফা কতগুলি ম্যাচে রোনাল্ডোকে নির্বাসিত করে, তার উপরেই সবকিছু নির্ভর করছে।

একাধিক ম্যাচে নির্বাসিত হতে পারেন রোনাল্ডো

সাধারণত কোনও ফুটবলার লাল কার্ড দেখলে এক বা দুই ম্যাচে নির্বাসিত হন। কিন্তু রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিপক্ষ দলের ডিফেন্ডার ডারা ও'শিয়াকে (Dara O'Shea) কনুই দিয়ে আঘাত করেন রোনাল্ডো। প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি গ্লেন নাইবার্গ (Glenn Nyberg)। কিন্তু ভিএআর-এ (VAR) দেখা যায়, লাল কার্ড দেখার মতো আচরণ করেছেন এই তারকা। এরপর হলুদ কার্ডের বদলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে চাপে পড়ে গেল পর্তুগাল। সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে আর্মেনিয়ার বিরুদ্ধে জয় পেতেই হবে। ফিফার নিয়ম অনুযায়ী, অন্তত তিন ম্যাচে নির্বাসিত হতে পারেন রোনাল্ডো

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
২২ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে প্রথম লালকার্ড রোনাল্ডোর
২২ বছর ধরে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি প্রথমবার লাল কাড দেখলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের