ফুটবলের নতুন মরসুম শুরু হলেই কলকাতার ফুটবলপ্রেমীরা ডার্বির দিকে তাকিয়ে থাকেন। ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচই ভারতীয় ফুটবলের প্রধান আকর্ষণ।
শনিবার কলকাতা লিগের সূচি ঘোষণা করে দিল আইএফএ। মঙ্গলবার শুরু হচ্ছে কলকাতা লিগ। প্রথম ম্যাচে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ হতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ পরিকল্পনা করছে আইএফএ। এবারের কলকাতা লিগ সম্প্রচারের জন্য একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি হয়েছে আইএফএ-র। টেলিভিশনের পাশাপাশি মোবাইল অ্যাপেও দেখা যাবে ম্যাচ। ফলে ফুটবলপ্রেমীরা খুশি। গতবার শুধু মোবাইল অ্যাপে কলকাতা লিগ দেখানো হয়। সেই অ্যাপে সাবস্ক্রিপশন ফি নিয়ে সমস্যা হয়েছিল। এবার সেই সমস্যা থাকছে না।
কবে কলকাতা ডার্বি?
মহামেডান স্পোর্টিং এবারের কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচ খেলার পর ৩০ জুন প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বিকেল তিনটেয়। মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচ খেলতে নামছে ২ জুলাই। এই ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। ব্যারাকপুরে এই ম্যাচ শুরু হবে বিকেল তিনটেয়। ১৩ জুলাই ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ। তবে এই ম্যাচ কোন স্টেডিয়ামে হবে এবং কখন খেলা শুরু হবে, সে বিষয়ে আইএফএ-র পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
কলকাতা লিগের উদ্বোধনী অনুষ্ঠানে চমক
এবারের কলকাতা লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিখ্যাত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে কখনও কলকাতা লিগের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায়নি। এবারই প্রথম বিশেষ আয়োজন করছে আইএফএ। এবার কলকাতার তিন প্রধানই আইএসএল-এ খেলবে। ফলে কলকাতা লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম দলের ফুটবলাররা খেলবেন না। জুনিয়র দল নিয়েই কলকাতা লিগে খেলবে তিন প্রধান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Mohun Bagan Super Giant: আপুইয়া নিশ্চিত, ইস্টবেঙ্গলেরও ঘর ভাঙবে মোহনবাগান সুপার জায়ান্ট?
East Bengal: 'সি ফর ক্লেইটন,' অধিনায়ককে আরও এক বছরের জন্য ধরে রাখল ইস্টবেঙ্গল
Igor Stimac: 'গত ৪-৫ বছরে একটা বিষয়েই সফল এআইএফএফ,' এ কী বললেন ইগর স্টিম্যাচ!