সংক্ষিপ্ত

আনুষ্ঠানিকভাবে নতুন মরসুম এখনও শুরু হয়নি। সব দলই পুরনো ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি নতুন ফুটবলারদের নাম ঘোষণা করছে। ইস্টবেঙ্গলও এক এক করে নাম ঘোষণা করছে।

বুধবার রাতে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে দেখা যায়, ব্ল্যাকবোর্ডে কয়েকটি ইংরাজি অক্ষর লেখা রয়েছে। তার মধ্যে 'সি' অক্ষরটিকে আলাদা করে চিহ্নিত করা হয়। তখন থেকেই সদস্য-সমর্থকদের মধ্যে জল্পনা চলছিল, কী ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান হল। সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, গত মরসুমের অধিনায়ক ক্লেইটন সিলভার সঙ্গে আরও এক বছর চুক্তি করা হয়েছে। গত মরসুমে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নেতৃত্বেই কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। এবার দল আরও শক্তিশালী হচ্ছে। ফলে দল সাফল্য পাবে বলে আশায় লাল-হলুদ জনতা।

ক্লেইটনের পারফরম্যান্সে খুশি কোচ

ক্লেইটনের সঙ্গে চুক্তি বৃদ্ধি প্রসঙ্গে ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘গত ২ মরসুমে আমাদের হয়ে সবচেয়ে বেশি গোল করেছে ক্লেইটন। ও দলের সবার কাছে আদর্শ উদাহরণ হয়ে উঠেছে। ওর গোলে আমরা গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছি। সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলের কথা ইস্টবেঙ্গল সমর্থকরা চিরকাল মনে রাখবেন। ওই গোলই জাতীয় স্তরে ১২ বছরের ট্রফির খরা কাটিয়েছে। ওর মতো একজন চূড়ান্ত পেশাদারের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমরা খুশি।’

 

 

শক্তিশালী হল লাল-হলুদের আক্রমণ

নতুন মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণ প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছে। গত মরসুমে আইএসএল-এর সর্বাধিক গোলদাতা দিমিত্রিওস দিয়ামান্তাকস, কলিঙ্গ সুপার কাপে সবচেয়ে বেশি গোল করা ক্লেইটন এবং ডুরান্ড কাপের সর্বাধিক গোলদাতা ডেভিড লাললানসাঙ্গা একসঙ্গে লাল-হলুদ জার্সি পরে খেলবেন। এবার মাঝমাঠ ও রক্ষণ জমাট করতে পারলে আইএসএল-এর অন্যতম শক্তিশালী দল হয়ে উঠতে পারে লাল-হলুদ। সেই আশাই করছেন ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। তাঁরা এবার আইএসএল-এ প্রিয় দলের সাফল্য দেখতে চাইছেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ইস্টবেঙ্গলের গ্রিক কানেকশন, আইএসএল-এর সর্বাধিক গোলদাতাকে ছিনিয়ে নিল লাল-হলুদ

Trevor James Morgan: 'ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছি,' একান্ত সাক্ষাৎকারে জানালেন ট্রেভর জেমস মর্গ্যান?

East Bengal Club: ময়দানে নজির, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতিতে ঝুলন গোস্বামী