Indian Football Team: গুরুদায়িত্বে খালিদ জামিল, ভারতীয় ফুটবল দলের নতুন কোচের নাম জানিয়ে দিল ফেডারেশন

Published : Aug 01, 2025, 02:23 PM ISTUpdated : Aug 01, 2025, 02:26 PM IST
Khalid Jamil

সংক্ষিপ্ত

Indian Football Team: সমস্ত জল্পনার অবসান। ভারতীয় ফুটবল দলের নতুন কোচ ঠিক হয়ে গেল। 

Indian Football Team: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন খালিদ জামিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ফুটবল দলের নতুন কোচ ঠিক হয়ে গেল (khalid jamil football coach)।

অনেকদিন ধরেই জল্পনা চলছিল। শুক্রবার, হল অবসান। এমনিতেও ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন খালিদ জামিল। হ্যাঁ, প্রাথমিকভাবে দৌড়ে ছিলেন বাংলার সঞ্জয় সেনও (Indian Football Team Coach)। 

গুরুদায়িত্বে জামিল

কিন্তু এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন খালিদ জামিল। শুক্রবার, সরকারিভাবে বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ব্লু-টাইগার্সদের হেডস্যার হিসেবে আসছেন খালিদ জামিল। যিনি জামশেদপুর এফসির কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন গত মরশুমেও। মানোলো মারকুয়েজের পর, এবার দলের দায়িত্বে এলেন এক ভারতীয় কোচ। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি শিলমোহর দিতেই, সিদ্ধান্ত জানিয়ে দিল এইআইএফএফ। 

 

 

ঠিক এক সপ্তাহ আগে, দিল্লীর ফুটবল হাউজ একতি বিবৃতি দিয়ে জানায় যে, ভারতীয় দলের কোচ হতে চেয়ে মোট ১৭০টি আবেদন তাদের কাছে জমা পড়েছে। এরপর সেগুলি খতিয়ে দেখবে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। তারপর বিবেচনা করে কোচের নাম চূড়ান্ত করা হবে। তারপর থেকেই খালিদ জামিলের নাম আরও বেশি করে সামনে আসতে শুরু করে। প্রসঙ্গত, ভারতীয় ফুটবলে দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছেন তিনি। 

ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি সহ একাধিক ক্লাবের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে খালিদের ঝুলিতে। এহেন এক অভিজ্ঞ ভারতীয় কোচের দিকেই এবার ঝুঁকল ফেডারেশন। বলা ভালো, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সম্মতি দিয়েছে খালিদ জামিলের উপর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?