Indian Football Team: এবার কাফা কাপে খেলতে নামবে ভারত, কোন কোন দলের মুখোমুখি হবেন সুনীলরা?

Published : Jul 30, 2025, 08:23 PM IST
Indian football team

সংক্ষিপ্ত

Indian Football Team: ভারত খেলবে কাফা কাপ। মধ্য এশিয়ার ফুটবল সংস্থা আয়োজিত কাফা নেশনস কাপে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় ফুটবল দল।

Indian Football Team: কাফা কাপে খেলবে ভারত। মধ্য এশিয়ার ফুটবল সংস্থা আয়োজিত কাফা নেশনস কাপে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় ফুটবল দল। যাকে সংক্ষেপে কাফা কাপ নামে অবিহিত করা হয়। এই টুর্নামেন্টটি আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে গ্রুপ বি-তে রয়েছে ভারত এবং তাদের প্রতিপক্ষ হল তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তান (indian football team news)।

এমনিতেই আগামী ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের খেলায় একদমই ভালো জায়গায় নেই সুনীল ছেত্রীরা। প্রথম দুটি ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে গ্রুপে সবার শেষে রয়েছে তারা। তবে গ্রুপ শীর্ষে থাকতে হলে সবকটা ম্যাচই জিততে হবে ব্লু-টাইগার্সদের। এদিকে ভারতের ম্যাচ রয়েছে আগামী অক্টোবর মাসে। ঠিক তার আগেই কাফা কাপে অংশগ্রহণ ভারতের ম্যাচ প্র্যাকটিসের জন্য একটা ভালো দিক (indian national football team news)।

 

 

উজবেকিস্তান এবং তাজিকিস্তান যৌথভাবে ২০২৫ সালের কাফা নেশনস কাপ আয়োজন করছে 

ভারতের প্রথম ম্যাচ রয়েছে আগামী ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে। এরপর ১ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে খেলবেন সুনীলরা এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। দুটি গ্রুপ থেকে প্রথম দুটি দল প্লে-অফে খেলতে নামবে। ইরান হল গতবারের চ্যাম্পিয়ন দল। যাদের বর্তমান র‍্যাঙ্কিং হল ২০ এবং তাজিকিস্তানের র‍্যাঙ্কিং হল ১০৬। অন্যদিকে, আফগানিস্তান রয়েছে ১৬১ নম্বরে এবং ভারতের অবস্থান ১৩৩-এ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাম্প্রতিক সময়ে সেই আফগানিস্তানের কাছেই হারতে হয়েছে ভারতকে। 

নিঃসন্দেহে কাফা কাপে যথেষ্ট কঠিন গ্রুপেই রয়েছে ভারত। অন্য গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান এবং ওমান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?