
India national football team: প্রধান কোচ মানোলো মার্কুয়েজ (Manolo Marquez) বিদায় নিয়েছেন। কিন্তু ভারতের পুরুষ ফুটবল দলের দায়িত্বে থাকাকালীন তিনি যে ক্ষতি করে দিয়েছেন, তার ফল ভোগ করতে হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়ল ভারতীয় দল (India national football team)। এর আগে ১২৬ নম্বরে ছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। এখন তাঁরা ১৩৩ নম্বরে। গত ৯ বছরে এটাই ভারতের পুরুষ দলের সবচেয়ে খারা ফিফা র্যাঙ্কিং। ২০১৬ সালের ডিসেম্বরে ১৩৫ নম্বরে ছিল ভারতীয় দল। তারপর থেকে কিছুটা উন্নতি হচ্ছিল। কিন্তু এখন ক্রমশঃ পিছিয়ে পড়ছে ভারতীয় দল। মানোলোর কোচিংয়ে জয় পাওয়াই ভুলে গিয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। এই কারণেই ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে ভারত।
৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে (International Friendly) ০-২ হেরে যায় ভারতীয় দল। এরপর ১০ জুন এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে (Asian Cup qualifying) ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা হংকংয়ের (Hong Kong) কাছে হেরে যায় ভারত। এই জোড়া হারের ধাক্কাতেই ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ল ভারত। এর আগে ভারতীয় দলের রেটিং পয়েন্ট ছিল ১১৩২.০৩। এখন রেটিং পয়েন্ট কমে হয়েছে ১১১৩.২২। এশিয়ার ৪৬ দেশের মধ্যে এখন ২৪ নম্বরে ভারত।
সম্প্রতি ভারতের পুরুষ ফুটবল দল একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। মানোলোর কোচিংয়ে আট ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে ভারত। সেই জয় এসেছে মালদ্বীপের (Maldives) বিরুদ্ধে। হংকংয়ের কাছে হারের পর ২০২৭ সালের এশিয়ান কাপের (2027 AFC Asian Cup) যোগ্যতা অর্জন অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। এখনও নতুন কোচ নিয়োগ করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। ফলে ভারতের পুরুষ ফুটবল দল কীভাবে উন্নতি করতে পারবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।