সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের

Published : Dec 05, 2025, 10:44 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

AIFF Super Cup 2025-26 Final: ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024) চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। এবার ফের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া থেকে এক ধাপ দূরে লাল-হলুদ ব্রিগেড।

DID YOU KNOW ?
কলিঙ্গ সুপার কাপ ২০২৪
২০২৪ সালে ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।

East Bengal FC vs FC Goa: শীতকালে গোয়ার (Goa) আকর্ষণ অন্যরকম। ফুটবলপ্রেমীদের কাছে অবশ্য রবিবার গোয়ার সবচেয়ে বড় আকর্ষণ সুপার কাপ ফাইনাল (AIFF Super Cup 2025-26 Final)। এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে সেমি-ফাইনালে প্রিয় দলকে সমর্থন করতে গোয়ায় পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক। রবিবার ফাইনালে আরও সমর্থন চাইছেন ফুটবলাররা। এই কারণে সমর্থকদের গোয়ায় যাওয়ার অনুরোধ জানিয়েছেন মহম্মদ রশিদ (Mohammed Rashid), কেভিন সিবিলে (Kevin Sibille) ও সল ক্রেসপো (Saul Crespo)। কর্মসূত্রে বেঙ্গালুরু (Bengaluru) ও মুম্বইয়ে (Mumbai) অনেক বাঙালি আছেন। তাঁদের মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকের সংখ্যা কম নয়। তাঁরা রবিবারের ম্যাচ দেখতে যাবেন বলে আশায় ফুটবলাররা।

চ্যাম্পিয়ন হতে মরিয়া রশিদ

সুপার কাপ ফাইনালের আগে রশিদ বলেছেন, ‘আমরা চলতি মরসুমে দ্বিতীয়বার কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছি। আমি খুশি যে ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের প্রথম গোল করতে পেরেছি এবং দলকে জেতাতে পেরেছি। আইএফএ শিল্ড ফাইনালে পেনাল্টি শুটআউটে হারে যন্ত্রণা পেয়েছিলাম। রবিবার আমরা জয় পেতে বদ্ধপরিকর। ফের সুপার কাপ জিততে চাই। সেমি-ফাইনালে জয় সমর্থকদের জন্য। আশা করি আমরা ফাইনালে বাধা টপকে খেতাব জিততে পারব এবং গোয়া ও কলকাতায় আমাদের সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করতে পারব।’

ফাইনালে অনেক সমর্থক আসবেন, আশায় সিবিলে

সিবিলে বলেছেন, ‘এটা ইস্টবেঙ্গলে আমার প্রথম মরসুম। আমরা চলতি মরসুমে দ্বিতীয়বার কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলছি। আমরা পাঁচ মাস ধরে একসঙ্গে অনুশীলন করছি। ফলে একে অপরের শক্তি ও দুর্বলতা বুঝতে পেরেছি। আমি রক্ষণ সামলানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে পেরে খুশি। আমরা সেমি-ফাইনালে জয় পাওয়ার পর ফাইনাল নিয়ে ভাবছি। সেমি-ফাইনালে যে সমর্থকরা গোয়ায় এসেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি ফাইনালে আরও সমর্থক আসবেন।’

ফের সুপার কাপ জিততে চান ক্রেসপো

২০২৪ সালে ইস্টবেঙ্গল যখন কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024) জিতেছিল, সেই দলে ছিলেন ক্রেসপো। তিনি এবারও দলকে খেতাব জেতাতে চান। এবার ফাইনালের আগে এই স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমি ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয়বার সুপার কাপ ফাইনাল খেলতে নামছি। আমি নির্ণায়ক গোল করতে পেরে খুশি। আমরা ফের সুপার কাপ জিতে এফসি প্রতিযোগিতায় (AFC competitions) জায়গা করে নিতে চাই। আমাদের সমর্থকরা অত্যন্ত শান্ত ও ধৈর্যবান। আমরা সবসময় টিম মিটিংয়ে বলি, ওদের জন্য আরও ট্রফি জেতা দরকার। আমরা সমর্থকদের অনুরোধ জানাব, রবিবার গোয়ায় এসে গ্যালারি থেকে চিৎকার করে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার সুপার কাপ ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল।
২০১৮ ও ২০২৪ সালের পর এবারও সুপার কাপর ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় খেতাবের অপেক্ষা।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল