গঙ্গাসাগরের জন্য বিশ বাঁও জলে কলকাতা ডার্বি! কী করবে আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট?

নতুন ইংরাজি বছরের শুরুতেই আইএসএল-এ কলকাতা ডার্বি হওয়ার কথা। কিন্তু বিধাননগর কমিশনারেটের আপত্তিতে ১১ জানুয়ারি এই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার! ফের বিধাননগর কমিশনারেটের আপত্তিতে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনা নিয়ে কলকাতা-সহ রাজ্যজুড়ে প্রতিবাদ চলছিল। সেই পরিস্থিতিতে কলকাতা ডার্বিতে নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দেয় পুলিশ। ফলে ম্যাচ বাতিল হয়ে যায়। এবার ২০২৫ সালের ১১ জানুয়ারি আইএসএল-এ দ্বিতীয় লেগের কলকাতা ডার্বি হওয়ার কথা। কিন্তু সেই সময় গঙ্গাসাগর মেলা চলবে। প্রতিবারই গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর জমায়েত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়। শুধু দক্ষিণ ২৪ পরগনাই নয়, অন্য জেলা থেকেও পুলিশকর্মীদের গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়। এই কারণেই ১১ জানুয়ারি কলকাতা ডার্বিতে নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিধানননগর কমিশনারেট। ফলে নির্দিষ্ট সূচি মেনে কলকাতা ডার্বি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভিনরাজ্যে সরে যাবে কলকাতা ডার্বি?

Latest Videos

এবার কলকাতা ডার্বির আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল-এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কলকাতা ডার্বি। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী। কলকাতা ময়দানে আলোচনা শুরু হয়েছে, ১১ জানুয়ারির ম্যাচ ভুবনেশ্বরে সরে যেতে পারে। তবে সেই সম্ভাবনা কম। কারণ, সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়বে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। এফএসডিএল-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে কলকাতাতেই অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।

কলকাতা ডার্বি পিছিয়ে গেলে ইস্টবেঙ্গলের লাভ?

ইস্টবেঙ্গল দল ছন্দে থাকলেও, স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো চোটের জন্য মাঠের বাইরে। ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল চোট পেয়ে চলতি মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নতুন ট্রান্সফার উইন্ডোতে কোনও ফুটবলারকে নেবে ইস্টবেঙ্গল। ফলে কলকাতা ডার্বি পিছিয়ে গেলে লাল-হলুদ শিবিরের লাভ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ভাড়াটিয়ার দাপটে জমি দখল! পথে বসেই অসহায় মা ছেলের প্রতিবাদ | Siliguri News Today
১ লাখ ২০ তে ঘর হয় না, BJP এলে ৩ লাখের ঘর দেবে : শুভেন্দু | Suvendu Adhikari #shorts #bjp
'মমতা কোনদিনও মেয়েদের সুরক্ষার কথা ভাবেনি' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
‘Mamata Banerjee Muslim-দের OBC দিতে না পারায় West Bengal-এ নিয়োগ বন্ধ করেছেন’ Suvendu-র কড়া তোপ