চলতি আইএসএল-এ মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ পাঞ্জাব এফসি।
চলতি আইএসএল-এ মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ পআঞ্জাব এফসি। আসলে গোয়া ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার, আবার মাঠে নামতে চলেছে জোসে মোলিনার দল।
গ্রেগ স্টেওয়ার্টের চোটের পাশাপাশি সবুজ মেরুন শিবিরের নয়া উদ্বেগ বৃদ্ধি করেছে দিমিত্রি পেত্রাতোসের চোট। কারণ, গোয়া ম্যাচে গুরুতর চোট পান তিনি। অবশ্য এটি অ্যাওয়ে ম্যাচ হলেও, মোহনবাগান কোচ বাকি ফুটবলারদের নিয়েই ঘুরে দাঁড়াতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।
মোলিনা বলছেন, “আমাদের কয়েকজন ফুটবলারের চোট রয়েছে। ফলে, বিকল্প কিছুটা কমে গেছে। যারা আছে তাদের নিয়েই খেলতে হবে। ঠিক সেইভাবেই পরিকল্পনা করছি আমরা। মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আশা করি যে, লক্ষ্যপূরণ করেই মাঠ ছাড়তে পারব।”
তিনি আরও যোগ করেছেন, “বড় প্রতিযোগিতায় এমন হতেই পারে। আগেও আমরা হেরেছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল দল। এবারও আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সবসময়ই উন্নতির সুযোগ থাকে আমাদের কাছে। তাই আমাদেরও সব বিভাগে উন্নতির সুযোগ রয়েছে। পাসিং ফুটবল আরও ভালো করতে হবে আমাদের। সবাই মিলে চেষ্টা করছি, যাতে আগের ম্যাচের ভুলগুলো না হয়। সেই ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক রয়েছি।”
উল্লেখ্য, মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী বর্তমানে পাঞ্জাব এফসির সহকারী কোচ। তবে সেইজন্য পাঞ্জাব বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন না মোলিনা। তিনি বলেছেন, আমার মনে হয় না। কারণ, সেই দলের সঙ্গে এই দলের অনেক পার্থক্য। আর আমরা প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবছিও না। নিজেদের শক্তি এবং দুর্বলতা অনুযায়ী পরিকল্পনা তৈরি করে এগোতে চাইছি।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।