ঘরের মাঠে ওড়িশা এফসি-র সঙ্গে ড্র, ইস্টবেঙ্গলকে অক্সিজেন দিল মহামেডান স্পোর্টিং

Published : Dec 27, 2024, 10:44 PM ISTUpdated : Dec 27, 2024, 10:51 PM IST
Mohammedan SC

সংক্ষিপ্ত

চলতি আইএসএল-এ ৯ জনের ইস্টবেঙ্গলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মহামেডান স্পোর্টিং। শুক্রবার ওড়িশা এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গলের সুবিধা করে দিল সাদা-কালো ব্রিগেড।

৯ নভেম্বর ৯ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র। তারপর ২৭ নভেম্বর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-২ হার। ২ ডিসেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১-৩ হার। ৬ ডিসেম্বর পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ০-২ হার। ১৫ ডিসেম্বর মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ০-১ হার। ২২ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে ০-৩ হার। অবশেষে ৪৮ দিন পর শুক্রবার আইএসএল-এ ফের পয়েন্ট পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে লিগ টেবলে চতুর্থ স্থানে থাকা ওড়িশা এফসি-কে আটকে দিল ১৩-তম স্থানে থাকা মহামেডান স্পোর্টিং। ম্যাচের ফল গোলশূন্য। এই ড্রয়ের পর ১৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে সাদা-কালো ব্রিগেড। ১৩ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ওড়িশা এফসি।

ইস্টবেঙ্গলের সুবিধা করে দিল মহামেডান স্পোর্টিং

চলতি আইএসএল-এ ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ইস্টবেঙ্গল। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে লড়াই করছে অস্কার ব্রুজোঁর দল। লিগ টেবলে যে দলগুলি উপরের দিকে আছে, তারা যাতে পয়েন্ট নষ্ট করে, সেটাই চাইছে লাল-হলুদ শিবির। শুক্রবার ওড়িশা ২ পয়েন্ট নষ্ট করায় খুশি ইস্টবেঙ্গল।

আন্দ্রে চেরনিশভের চাকরি বাঁচবে?

চলতি আইএসএল-এ ১৩ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং। হার ৯ ম্যাচে। ড্র হয়েছে ৩ ম্যাচ। ফলে প্রধান কোচ আন্দ্রে চেরনিশভের উপর চাপ বাড়ছে। শুক্রবার ড্র করার ফলে কিছুটা স্বস্তি পেলেও, চাপমুক্ত হতে পারলেন না সাদা-কালো কোচ। তিনি দলকে সাফল্য এনে দিতে না পারলে কিছুদিনের মধ্যেই বিদায় নিতে হতে পারে। ফলে ছাঁটাই হওয়ার ঝুঁকি নিয়েই কোচিং করিয়ে যাচ্ছেন চেরনিশভ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?