ISL: 'প্রতিটি ম্যাচে গোল খাচ্ছি আমরা' বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে ডিফেন্সকে তুলোধোনা মোলিনার

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বড় হার। আইএসএল-এর (ISL) প্রথম অ্যাওয়ে ম্যাচেই ৩-০ গোলে পরাজয় মোহনবাগানের (Mohun Bagan)। আপাতত তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড।

Subhankar Das | Published : Sep 29, 2024 11:28 PM
110
এমনিতে শুরু থেকেই নড়বড়ে

নিজেদের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র।

210
তারপর ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ

রভশন এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র।

310
তবে এরপর ঘুরে দাঁড়ায় মোহনবাগান

নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় তারা।

410
স্বভাবতই আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা

কিন্তু আইএসএলে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেই হার।

510
বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে পরাজয়

কার্যত, একটি গোলও করতে পারেনি মোহনবাগান। সুনীলদের বিরুদ্ধে ৩-০ গোলে হার।

610
আর এরপরেই মুখ খুললেন মোলিনা

মোহনবাগান কোচ বলছেন, “প্রতিটি ম্যাচে গোল খাচ্ছি আমরা। কিছু গোল খেয়েছি আমাদের রক্ষণের ভুলে।”

710
আর কী জানালেন?

তাঁর কথায়, “আমার মনে হয় যে, দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করে তুলতে হলে আমাদের আক্রমণেও উন্নতি দরকার।”

810
হেড স্যার আরও বলছেন

“আক্রমণ যত ধারালো হবে, রক্ষণও তত ভালো খেলবে।”

910
যদিও লিগ সবে শুরু

কিন্তু হাল ধরতে চাইছে মোহনবাগান।

1010
আইএসএলে পরের ম্যাচ মহামেডানের বিরুদ্ধে

জয় চাইছে গোটা দল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos