ISL: লক্ষ্য এবার বেঙ্গালুরু বধ, মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ বাজিমাৎ করতে চায় মোহনবাগান

সামনে এবার বেঙ্গালুরু এফসি। জয়ের লক্ষ্যে নামছে মোলিনা ব্রিগেড।

Subhankar Das | Published : Sep 28, 2024 1:40 AM
110
আইএসএল-এর (ISL) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ

২৮ সেপ্টেম্বর শনিবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)।

210
চলতি আইএসএলে সবুজ মেরুনের প্রথম অ্যাওয়ে ম্যাচ

গত ম্যাচের মতো এই ম্যাচেও জিততে চাইছে বাগান শিবির।

310
প্রথম ম্যাচে ড্র

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলার ফলাফল ছিল ২-২।

410
কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় দল

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় মোহনবাগানের।

510
আর এবার লক্ষ্য বেঙ্গালুরু বধ

গোটা দল চূড়ান্ত অনুশীলন সেরে শুক্রবার কলকাতা ছাড়ল।

610
আত্মবিশ্বাসী হেড স্যার জোসে মোলিনা (Jose Francisco Molina)

তাঁর কথায়, “আক্রমণে আমার হাতে চারজন্ ফুটবলার রয়েছে। যা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়।”

710
দলের প্রথম একাদশ নিয়ে কী বললেন তিনি?

মোলিনার বক্তব্য, “শনিবার কোন ১১ জন খেলবে, সেই বিষয়ে এখনই কিছু বলব না আমি।”

810
লক্ষ্য তিন পয়েন্ট

বেঙ্গালুরুর ঘরের মাঠে জিততে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড।

910
অন্যদিকে, টগবগ করে ফুটছে বেঙ্গালুরু এফসি

চলতি আইএসএলে প্রথম দুটি ম্যাচেই জিতেছে তারা।

1010
তাই হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হতে চলেছে

কঠিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি মোহনবাগান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos