সেইমতোই চলছে অনুশীলন।
ফোকাস একমাত্র আইএসএল।
আসন্ন আইএসএলকে পাখির চোখ করছে তারা।
আইএসএলে জয় ছাড়া কিছুই ভাবছে না লাল হলুদ ব্রিগেড।
তাদের প্রথম প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।
ভালো ফলের বিষয়ে আশাবাদী ইস্টবেঙ্গল।
তাঁর কথায়, "অনুশীলন নিয়ে আমি যথেষ্ট খুশি। অনেক কঠিন ম্যাচ রয়েছে আমাদের সামনে। আপাতত সেদিকেই ফোকাস করছি।”
তিনি বলছেন, “আমরা লড়াই করব সেরা হওয়ার জন্যই।”
Subhankar Das