ISL: শুরু হচ্ছে আইএসএল! বাজিমাৎ করতে মরিয়া মোহনবাগান, কী বলছে সবুজ মেরুন?

Published : Sep 09, 2024, 09:57 PM IST

আইএসএলে (Indian Super League) নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে মোহনবাগানকে (Mohun Bagan)।

PREV
18
মুডে আছেন সুহেইল ভাট

বলছেন, ““মোহনবাগানের হয়ে খেলতে পেরে আমি গর্বিত।”

28
একাধিক উচ্চমানের ফুটবলার রয়েছে সবুজ মেরুনে

গোটা দল কঠিন পরিশ্রম করছে।

38
মোহনবাগানের লক্ষ্য সুন্দর ফুটবল উপহার দেওয়া

তাই আইএসএলে নিজেদের সেরাটাই দিতে চাইছেন ফুটবলাররা।

48
জেসন কামিংস কী বলছেন?

তাঁর কথায়, "আমরা ম্যাচ ধরে এগোতে চাই। সমর্থকদের প্রত্যাশা অনেক। তা পূরণ করতে আমরা বদ্ধপরিকর।”

58
ফোকাস এখন আইএসএলে

সামনের ম্যাচগুলিতে ভালো ফলের বিষয়ে আশাবাদী সবাই।

68
মোহনবাগান কোচ জোসে মোলিনা কী জানালেন?

তাঁর মতে, “প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হলে সব ম্যাচই জিততে হবে।"

78
আগামী ১৩ সেপ্টেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ

আইএসএলে তাদের প্রথম প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।

88
মুখ খুললেন দিমিত্রি পেত্রাতোস

জানালেন, “আমাদের একমাত্র ফোকাস এখন আইএসএল।"

click me!

Recommended Stories