তবে শুধু ক্রেসপো নন, চোটের আওতায় থাকা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসও অনুশীলন করেননি এদিন।
ফর্মে ফিরে এসেছে ইস্টবেঙ্গল। আইএসএল-এ টানা তিনটি ম্যাচে অপরাজিত লাল হলুদ ব্রিগেড। কিন্তু ওড়িশা ম্যাচে নামার আগেই চলে এল বিরাট আপডেট। শুধু দিয়ামান্তাকোস নন, চোট রয়েছে আরও একাধিক ফুটবলারের।
তার মধ্যে আবার দুটি ম্যাচে জয়। যা গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের সামনে ওড়িশা এফসি। এই ম্যাচে জিততে পারলেই জয়ের হ্যাটট্রিক হবে অস্কার ব্রুজোদের।
কিন্তু ওড়িশার বিরুদ্ধে নামার আগে লাল হলুদের প্রধান চিন্তা ফুটবলারদের চোট নিয়ে। সল ক্রেসপো কার্ডের জন্য এই ম্যাচে এমনিতেই খেলতে পারবেন না। তার উপর তাঁর যা চোট রয়েছে, তার জেরে আপাতত তিনি দুই সপ্তাহ মাঠের বাইরেই থাকবেন বলে ধরে নেওয়া হচ্ছে। এমনকি, এদিন অনুশীলনেও আসেননি।
তবে শুধু ক্রেসপো নন, চোটের আওতায় থাকা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসও অনুশীলন করেননি এদিন। সেইসঙ্গে, প্রভাত লাকড়া অনুশীলনে এলেও মাঠে নামলেন না তিনি। অন্যদিকে, চোটের তালিকায় নিশু কুমার এবং নন্দকুমারও রয়েছেন।
ফলে, কমপক্ষে ৪-৫জন ফুটবলার আপাতত চোটের তালিকায় রয়েছেন। যদিও এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ। তাঁর কথায়, “আমি কোনও অজুহাত দিতে চাই না। এমন একটি পরিস্থিতিতে ইতিবাচক দিকেই তাকাত চাই। সেটা নিয়েই ভাবতে চাই। যারা প্রথম একাদশে সুযোগ পাবে, তাদের নিজেদের প্রমাণ করার ম্যাচ।”
তিনি আরও যোগ করেছেন, “ভারতীয় ফুটবলারদের নিজেদের আরও বেশি করে মেলে ধরতে হবে। আমরা এই মুহূর্তে আমরা ভালো ছন্দে রয়েছি। আর গত সপ্তাহটাও বেশ ভালোই গেছে। তাই আশা করি যে, এই সপ্তাহটাও বেশ ভালোই যাবে আমাদের। লিগ টেবিলে আমাদের আরও উপরে যেতে হবে। ফলে, আগামী তিনটি হোম ম্যাচই আমাদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ।”
তবে ভালো খবর এটাই যে, ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন হেক্টর। ওদিকে শেষ ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি লালনুনচুঙ্গা। তিনি কিন্তু ওড়িশার বিরুদ্ধে ম্যাচে দলে ফিরে আসছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।