২০৩৪ সালে এশিয়ায় তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল, এবার আয়োজক দেশ সৌদি আরব

Published : Dec 11, 2024, 11:33 PM ISTUpdated : Dec 12, 2024, 12:08 AM IST
fifa world cup

সংক্ষিপ্ত

এশিয়ায় প্রথমবার বিশ্বকাপ ফুটবল হয় ২০২২ সালে। তারপর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয় কাতারে। ২০৩৪ সালেও এশিয়ায় বিশ্বকাপ ফুটবল হতে চলেছে।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেল তিন দেশ। ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছিল। বুধবার সিদ্ধান্ত নেওয়া হল, ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল হবে স্পেন, মরক্কো ও পর্তুগালে। এই প্রথমবার দুই মহাদেশ মিলিয়ে বিশ্বকাপ ফুটবল হতে চলেছে। ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পালন করতে চলেছে ফিফা। এই কারণে মোট তিনটি মহাদেশ মিলিয়ে ৬ দেশে হতে চলেছে বিশ্বকাপ। স্পেন, পর্তুগাল ও মরক্কো মূল আয়োজক হলেও, ২০৩০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্টেনারিওতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। সে কথা স্মরণ করেই ২০৩০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ হতে চলেছে উরুগুয়েতে। এই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হবে আর্জেন্টিনায়। তৃতীয় ম্যাচ হবে প্যারাগুয়েতে।

২০৩৪ সালে ফের বিশ্বকাপ এশিয়ায়

২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব। এখনও পর্যন্ত এশিয়ায় দু'বার বিশ্বকাপ ফুটবল হয়েছে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপানের পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ হয়। ২০৩৪ সালে এশিয়ায় তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল হতে চলেছে। ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপও আয়োজন করতে চলেছে সৌদি আরব। ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের দৌড়ে ছিল অস্ট্রেলিয়াও। তবে বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে সরে গিয়েছে অস্ট্রেলিয়া। ফলে সৌদি আরব ছাড়া অন্য কোনও দেশ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দৌড়ে নেই।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্যই বিশ্বকাপের দায়িত্ব পেল সৌদি আরব?

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন সৌদি প্রো লিগে খেলছেন। তিনি সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। সৌদি আরব এই দায়িত্ব পাওয়ায় সোশ্যাল মিডিয়া পোস্টে আনন্দ প্রকাশ করেছেন এই তারকা ফুটবলার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Brazil National Football Team: প্রথমবার ব্রাজিলকে ছাড়াই হবে বিশ্বকাপ?

Lionel Messi: 'ব্রাজিলে ফের নিপীড়নের শিকার আর্জেন্টিনিয়ানরা,' সরব মেসি

'আমায় ক্ষমা করুন', বিশ্বকাপ জিতেও কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মেসি?

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি
Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?