রাত পোহালেই আইএসএল-এর (ISL) বড় ম্যাচ। শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে, যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি কলকাতার দুই প্রধান। চলতি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan Sporting)।
শেষ তিনটি ম্যাচেই তাদের পরাজয়।
সেই ম্যাচে ৩-০ গোলে হারে তারা।
তবে সেখানেই শেষ নয়। এরপর কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছেও ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় সাদাকালো ব্রিগেড।
এই ম্যাচে ৪-০ গোলে পরাজিত হয় তারা।
খাতায় কলমে পিছিয়ে থেকেই শুরু করবে মহামেডান।
যদিও চলতি আইএসএল-এ এখন একটিও জয় পায়নি তারা।
জল্পনা শুরু হয়ে গেছে।
একদিকে বসুন্ধরাকে ৪ গোল এবং নেজমেহ এফসিকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে গোটা দলের।
আইএসএল-এ প্রথম জয় তুলে নিয়ে লড়াইতে ফিরতে চাইছে লড়াইতে।
আইএসএল-এর এই হাইভোল্টেজ ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের অন্যতম বড় ভরসা নয়া হেডকোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।