110

যদিও এই ম্যাচে নামার আগে যথেষ্ট চাপে মহামেডান
শেষ তিনটি ম্যাচেই তাদের পরাজয়।
210
তার মধ্যে আবার মোহনবাগান ম্যাচও রয়েছে
সেই ম্যাচে ৩-০ গোলে হারে তারা।
310
অর্থাৎ, কলকাতার এক প্রধানের কাছে ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে মহামেডান
তবে সেখানেই শেষ নয়। এরপর কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছেও ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় সাদাকালো ব্রিগেড।
410
শেষ ম্যাচে হায়দ্রাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে বড় ব্যবধানে হার
এই ম্যাচে ৪-০ গোলে পরাজিত হয় তারা।
510
ফলে, শেষ তিন ম্যাচে হেরে খেলতে নামছে তারা।
খাতায় কলমে পিছিয়ে থেকেই শুরু করবে মহামেডান।
610
অন্যদিকে, ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে
যদিও চলতি আইএসএল-এ এখন একটিও জয় পায়নি তারা।
710
তাই, হায়দ্রাবাদের মতো ইস্টবেঙ্গলও কি তাদের প্রথম জয় মহামেডানকে হারিয়েই পাবে?
810
উল্লেখ্য, এএফসি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স
একদিকে বসুন্ধরাকে ৪ গোল এবং নেজমেহ এফসিকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে গোটা দলের।
910
সেই মোমেন্টামকে কাজে লাগাতে চাইছে লাল হলুদ ব্রিগেড
আইএসএল-এ প্রথম জয় তুলে নিয়ে লড়াইতে ফিরতে চাইছে লড়াইতে।
1010
যার হাতে ধরে ছুটতে শুরু করেছে ইস্টবেঙ্গল
আইএসএল-এর এই হাইভোল্টেজ ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের অন্যতম বড় ভরসা নয়া হেডকোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।