লড়াইতে ফিরল লাল হলুদ। জয়ে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)।
পরপর দুটো জয়, যেন দলের ভিতরে অক্সিজেন এনে দিল।
সেই ম্যাচে ৪-০ গোলে জেতে ইস্টবেঙ্গল।
সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলে জয় তুলে নেয় অস্কার ব্রুজোর ছেলেরা।
কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।
দলের হাল ধরেই যেন পুরো অ্যাকশন মোডে হেডস্যার।
অস্কারের কথায়, “দেশের লিগে আমরা একদমই ভালো অবস্থায় নেই। আশা করছি যে, বিদেশের মাটিতে এই সাফল্য ঘরোয়া ফুটবলেও আমাদের ভালো খেলতে অনেকটাই সাহায্য করবে।”
“এই ধরনের প্রতিযোগিতায় সাফল্য পেতে গেলে যে ধরনের পারফরম্যান্স দরকার, আমাদের ছেলেরা সেটাই করে দেখিয়েছে।”
এই সাফল্যর জন্য তিনি দলের ফুটবলারদের ধন্যবাদও জানিয়েছেন।
“ইস্টবেঙ্গলের প্রত্যেকটি সমর্থক এবং ক্লাব কর্তাদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই আজ আমরা ভীষণ খুশি।”
অস্কারের হাত ধরে খুলছে নয়া দিগন্ত?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।