আলাদিনকে কি আটকাতে পারবে ইস্টবেঙ্গল? ম্যাচের আগে বিরাট আপডেট দিলেন হেডস্যার ব্রুজো

Published : Nov 29, 2024, 03:12 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

শুধু তাই নয়, চলতি আইএসএল-এ সবচেয়ে সর্বাধিক ২১টি গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড।

আইএসএল-এ এখনও জয়ের মুখ দেখতে পারেনি ইস্টবেঙ্গল। মহমেডানের বিরুদ্ধে ৯ জন মিলে গোলশূন্য ড্র করে আইএসএল ডার্বিতে প্রথম পয়েন্ট পায় ইস্টবেঙ্গল।

আন্তর্জাতিক বিরতি শেষ করে, তিন প্রধানের মধ্যে সবার পরে মাঠে নামছে ইস্টবেঙ্গল। এবার তাদের সামনে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, যারা পয়েন্ট তালিকায় রয়েছে আবার তিন নম্বরে।

শুধু তাই নয়, চলতি আইএসএল-এ সবচেয়ে সর্বাধিক ২১টি গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নর্থইস্টের আলাদিন আজারাই এই মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা। এরপরেই আছেন নেস্টর আলবিয়াচ, তাঁর গোলসংখ্যা চার। ওদিকে আবার মাঝমাঠ থেকে ঠিকানা লেখা পাসগুলি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন জিতিন এমএস।

শুক্রবার, ঘরের মাঠে এই ত্রিফলাকে আটকাতেই হবে ইস্টবেঙ্গলকে। জয় পেতে পেলে এই বিষয়গুলির দিকে অবশ্যই নজর দিতে হবে। ম্যাচের আগেরদিন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়‌ো জানালেন,” এক পয়েন্ট নয়, আমরা তিন পয়েন্টের জন্যই খেলতে নামব। নিঃসন্দেহে আমরা একটি কঠিন দলের বিরুদ্ধে খেলতে নামব। কারণ, ওরা সবচেয়ে বেশি গোল করেছে।”

তিনি আরও যোগ করেছেন, “দলে একাধিক বৈচিত্র রয়েছে। তবে ওদের রক্ষণের ফাঁক খুঁজে নেওয়াও কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আমরা সেইমতোই পরিকল্পনা তৈরি করেছি। দুটি দলই গোল করার মরিয়া চেষ্টা করবে। তবে আলাদিনকে আমাদের দলগতভাবেই আটকাতে হবে। পায়ে বেশিক্ষণ বল রাখতে দেওয়া যাবে না।”

লাল হলুদ হেডস্যার পরিষ্কার জানাচ্ছেন, ছেলেরা তৈরি আছে গোল করার জন্য। বাকিটা উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?