UCL: এমবাপের পেনাল্টি মিস এবং হার রিয়ালের! ২-০ গোলে মাদ্রিদকে হারিয়ে জয় লিভারপুলের

Published : Nov 28, 2024, 03:07 PM ISTUpdated : Nov 28, 2024, 03:18 PM IST
Liverpool vs Real Madrid

সংক্ষিপ্ত

অপ্রতিরোধ্য লিভারপুল।

পাঁচটি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে রিয়াল। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নিজেদের জায়গা একেবারেই পাকা করে নিয়েছে লিভারপুল। বুধবার, রাতে ঘরের মাঠে ২-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে তারা।

শুধু তাই নয়, পেনাল্টি মিস করেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। ওদিকে আবার লিভারপুলের মহম্মদ সালাহ্ও পেনাল্টি মিস করেছেন। তাতে অবশ্য একদমই জিততে সমস্যা হয়নি ইংল্যান্ডের এই জায়ান্ট ক্লাবের।

তবে খুব একটা ভালো খেলতে পারছে না রিয়াল। যাদের বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফল দল, তারাই নিজেদের পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে বসে আছে। যদিও এই ম্যাচ জেতার লক্ষ্যেই মাঠে নেমেছিল কার্লো আনসেলোত্তির ছেলেরা। কিন্তু শেষপর্যন্ত, পরাজয়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে, লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার।

ব্র্যাডলির সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে রিয়াল মাদ্রিদের বক্সে ঢুকে পড়েন তিনি। তাঁর মাটি ঘেঁষা জোরালো শট বাঁচাতে পারেননি থিবো কুর্তোয়া। তবে সমতা ফেরানোর সুযোগ আসে রিয়ালের সামনে। ম্যাচের ৫৯ মিনিটে, পেনাল্টি বক্সে ভাসকুয়েসকে ফাউল করার অপরাধে পেনাল্টি পায় তারা।

কিন্তু গোল করতে ব্যর্থ এমবাপে। গোলরক্ষকের বাঁ-দিকে শট মারেন তিনি এবং সেই গোল বাঁচিয়ে দেন কেলেহার।

এরপর খেলার ৭০ মিনিটে, ব্যবধান আরও বাড়ায় লিভারপুল। এবার মহম্মদ সালাহ্কে বক্সের মধ্যে ফাউল করে বসেন মেন্ডি। ফলে, রেফারি সরাসরি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু সেই পেনাল্টি মিস করেন সালাহ্কে। তবে সেখানেই শেষ নয়। পরিবর্ত হিসাবে নামা কডি গ্যাকপো হেডে গোল করে লিভারপুলকে ২-০ গোলে এগিয়ে দেন।

এদিকে পরপর পাঁচ ম্যাচ জিতে এই মুহূর্তে লিভারপুলের ১৫ পয়েন্ট। কার্যত, শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে, পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকায় থাকা প্রথম আটটি দল সরাসরি শেষ ষোলোয় পৌঁছে যাবে।

ওদিকে আবার ৯ নম্বর থেকে ২৪ নম্বরে থাকা দলগুলির মধ্যে আবার খেলা হবে। সেখান থেকে আটটি দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে। কিন্তু ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলি বাদ পড়বে। অর্থাৎ, খুব একটা সুবিধাজনক জায়গায় নেই রিয়াল মাদ্রিদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?