ISL: রবির সন্ধ্যায় লক্ষ্য যখন বেঙ্গালুরু! কোচ অস্কার তখন বলছেন, 'সব ম্যাচই ফাইনাল'

Published : Mar 02, 2025, 02:07 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

ইস্টবেঙ্গলের লক্ষ্য যখন বেঙ্গালুরু বধ।

প্লে-অফ পর্বে যাওয়ার আশা এখনও শেষ হয়ে যায়নি ইস্টবেঙ্গল (East Bengal)। কারণ, অঙ্কের বিচারে লড়াই কিছুটা বাকি। রবিবার, সেই আশা নিয়েই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু এই ম্যাচে জয় ছিনিয়ে আনতে চাইছেন কোচ অস্কার ব্রুজো।

আসলে শুধু এই ম্যাচই নয়, চলতি আইএসএলে (ISL 2024-25) নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলতে হবে তাদের। এরপর আবার রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের দুটি ম্যাচ। স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল কোচের মাথায় ঘুরছে এই চারটি ম্যাচই। আইএসএল এবং এএফসি মিলিয়ে বাকি চারটি ম্যাচকেই এখন পাখির চোখ করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে আবার পরপর তিনটি ম্যাচ জিতে ইতিমধ্যেই কিছুটা আত্মবিশ্বাসী রয়েছে লাল হলুদ ব্রিগেড।

গত ম্যাচে প্রথম থেকে শুরু না করলেও, রবিবার রিচার্ড সেলিসকে প্রথম একাদশে কি রাখা হবে? বেঙ্গালুরু ম্যাচে নামার একদিন আগে পরিষ্কার করে কিছুই জানালেন না অস্কার। ওদিকে আবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলতে না পারলেও, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১৮ জনের দলে পিভি বিষ্ণুকে রাখতে পারেন লাল হলুদ হেডস্যার।

তবে চোটের জেরে এই ম্যাচেও হয়ত নামতে পারবেন না নন্দকুমার। সেইসঙ্গে, আবার লালচুংনুঙ্গাকেও পাওয়া যাবে না কার্ড সমস্যার জন্য। তার পরিবর্তে নিশু কুমার সেই জায়গায় দলে আসতে পারেন বলে সূত্রের খবর।

ইস্টবেঙ্গল কোচ জানিয়েছেন, “জানি, আমাদের পরপর ম্যাচ খেলতে হবে। কিন্তু তাই বলে কোনও অজুহাত দিতে চাই না এবং অভিযোগও করতে চাই না। শুধু এটুকু বলতে পারি যে, আগামী ৪টি ম্যাচের প্রত্যেকটিই আমাদের ফাইনালের সমান। লিগের শেষটা আমরা অবশ্যই ভালো করতে চাইছি। সেইসঙ্গে, এএফসিও।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?