Kolkata Derby: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মেগা কলকাতা ডার্বির টিকিট বিক্রি কবে থেকে শুরু?

ইতিমধ্যেই কলকাতা ডার্বি স্থানান্তরিত হয়ে গেছে গুয়াহাটিতে। 

Subhankar Das | Published : Jan 8, 2025 4:10 PM / Updated: Jan 08 2025, 05:10 PM IST
110
আইএসএল-এর (Indian Super League) ফিরতি ডার্বি

বাঙালির অন্যতম দুই প্রিয় দল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) মুখোমুখি হবে। 

210
গত ডার্বিতে জয় পায় সবুজ মেরুন ব্রিগেড

লাল হলুদকে ২-০ গোলে পরাজিত করে মোহনবাগান। 

310
সেই ম্যাচ কলকাতার যুবভারতীতে হয়েছিল

কিন্তু এবার আর তা হচ্ছে না। 

410
কারণ, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, গঙ্গাসাগর মেলা রয়েছে

তাই ডার্বি ম্যাচের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ দেওয়া সম্ভব নয়। 

510
তাই দীর্ঘ আলোচনার পর সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে

আগামী ১১ জানুয়ারি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। 

610
কিন্তু দর্শকদের মনে প্রশ্ন, টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে?

মোহন-ইস্ট জনতার মধ্যে ডার্বি (Kolkata Derby) ম্যাচের টিকিট নিয়ে জল্পনা তুঙ্গে। 

710
জানা যাচ্ছে, টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকেই

অর্থাৎ, ৮ জানুয়ারি থেকেই কলকাতা ডার্বির টিকিট বিক্রি  শুরু হওয়ার কথা। 

810
এমনিতেই মাঝে মাত্র দুদিন আছে

৮ তারিখ টিকিট না ছাড়লে সমস্যায় পড়বেন দুই দলের সমর্থকরাই। 

910
তবে গুয়াহাটি যাওয়ার ট্রেনের টিকিটও নাকি মিলছে না

ওদিকে বিমানের টিকিটের আকাশছোঁয়া দাম। 

1010
স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন সবুজ মেরুন এবং লাল হলুদ সমর্থকরা

একেবারে শেষ মুহূর্তে ম্যাচের ভেন্যু বদলের জেরে একাধিক সমস্যা তৈরি হয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos