Subhankar Das | Published : Dec 30, 2024 3:20 PM
115
)
নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে ম্যাচ মোহনবাগানের
প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি।
215
আর সেই ম্যাচের ঠিক ৫ দিন আগে চাপ বাড়ল সবুজ মেরুনের
বেঙ্গালুরু এফসির জয়ের ফলে, তাদের চিন্তা বাড়ল অনেকটাই।
315
শনিবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসির
সেই ম্যাচে ৪-২ গোলে জয় পায় বেঙ্গালুরু।
415
কিন্তু তার সঙ্গে মোহনবাগানের কী সম্পর্ক?
515
২০২৫ সালে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ হায়দ্রাবাদ
তাই সেই ম্যাচে নামার আগেই এই ক্যালকুলেশন জরুরি।
615
শেষ ম্যাচে জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট দাঁড়াল ২৭
১৩ ম্যাচে ২৭ পয়েন্ট, তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু।
715
মোহনবাগানের পয়েন্ট কত?
১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে মোহনবাগান। অর্থাৎ, সমান সংখ্যক ম্যাচ খেলে সবুজ মেরুনের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে বেঙ্গালুরু।
815
তাই আগামী ২ জানুয়ারি,
হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগান পয়েন্ট নষ্ট করলেই বেঙ্গালুরুর সুযোগ থাকবে তাদের ছুঁয়ে ফেলার।
915
অতএব পয়েন্ট নষ্ট করা একদমই চলবে না
সেই কারণেই, নতুন বছরের শুরুতে নিজেদের ঘরের মাঠে নামার আগে কিছুটা হলেও চাপে থাকবে সবুজ মেরুন ব্রিগেড।
1015
এমনিতে একটু হলেও টাল কেটেছে দলের
যদিও এখনও লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান।
1115
কার্যত, রাজার মতোই ফিরে এসেছে তারা
দুরন্ত লড়াই করছে গোটা দল।
1315
তবে এই বিষয়গুলি নিয়ে খুব বেশি ভাবতে নারাজ কোচ জোসে মোলিনা
তাঁর ফোকাস ম্যাচ বাই ম্যাচ।
1415
কিন্তু প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলা বেঙ্গালুরুর দিকে আরও এগোতে চাইবে বাগান
তাই হায়দ্রাবাদ ম্যাচে জয় চাই।
1515
নাহলে সবুজ মেরুনকে ছুঁয়ে ফেলতে পারে বেঙ্গালুরু
স্বাভাবিকভাবেই, মাঠে নামার আগেই কিছুটা চাপে মোহনবাগান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।