ISL: ম্যাচের আগেই হুঙ্কার দিলেন মহামেডান কোচ, সামাদ বললেন 'সমর্থকরা পাশে থাকুন'

এ যেন ইতিহাস ছোঁয়ার অপেক্ষা। আইএসএলে (Indian Super League 2024-25) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দল।

Subhankar Das | Published : Sep 16, 2024 9:19 AM IST / Updated: Sep 16 2024, 02:50 PM IST

এ যেন ইতিহাস ছোঁয়ার অপেক্ষা। আইএসএলে (Indian Super League 2024-25) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দল।

গত মরশুমে আই লিগ (I-League) জিতে আইএসএল-এর (ISL) মঞ্চে খেলতে নামছে তারা। নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস আলাদা জায়গায় রয়েছে। সোমবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সাদাকালো ব্রিগেডের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)। যারা আবার সদ্য ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে। কিন্তু সেইসব নিয়ে একদমই ভাবছেন না মহামেডান ফুটবল দলের কোচ আন্দ্রে চেরনিশভ।

Latest Videos

বরং, আইএসএল অভিযান শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রীতিমতো হুঙ্কার দিলেন তিনি। কলকাতা থেকে তিন প্রধানই এবার দেশের মেগা ফুটবল প্রতিযোগিতায় খেলছে। সাদাকালো ব্রিগেডের দাপট দেখার জন্য কার্যত মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমী জনতা।

এইর প্রসঙ্গে দলের হেডস্যার আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov) জানিয়েছেন, “আমরা আই লিগ চ্যাম্পিয়ন। একটি ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। কারণ, আইএসএলে এটা মহামেডান স্পোর্টিং-এর প্রথম ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী।”

তাঁর কথায়, “আমাদের দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। তবে তারা আইএসএল-এর মঞ্চে কেমন পারফর্ম করে, সেদিকেও নজর রাখতে হবে। আমরা প্রি-সিজনের জন্য খুব বেশি দিন সময় পাইনি। কিন্তু সেইসব নিয়ে ভেবে লাভ নেই। আমরা মাথা ঠান্ডা রেখে নিজেদের আক্রমণাত্মক ফুটবল বজায় রাখতে চাই।”

অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে এসে সামাদ আলি মল্লিক (Samad Ali Mallick) বলেন, “ঘরের মাঠে আমরা আইএসএল অভিযান শুরু করছি। সমর্থকদের বলব আমাদের পাশে থাকুন। আমরা নিজেদের সেরাটাই দেবো।”

যদিও দলে চোট-আঘাতের কিছু সমস্যা রয়েছে। ডিফেন্সিভ-মিডিও মহম্মদ কাদিরি প্রাক্-মরশুম প্রস্তুতি চলাকালীন চোট পেয়ে ইতিমধ্যেই মাঠের বাইরে চলে গেছেন। তবে এবারের দলে একঝাঁক নতুন ফুটবলার। সেক্ষেত্রে টিম কম্বিনেশন তৈরি করা ভীষণ জরুরি একটা কাজ। তবে কঠিন হলেও জয়ের বিষয়ে আশাবাদী মহামেডান কোচ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

BJP Live: আর জি কের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
'এখনও, যদি কেউ! ভূতে মেরে দিয়ে গেল নাকি!' ঝাঁঝিয়ে উঠে যা বলে দিলেন দিলীপ | Dilip Ghosh | RG Kar News
প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত! প্রতিমা তৈরির খরচ বৃদ্ধিতে চিন্তিত মৃৎশিল্পীরা | Durga Puja 2024
দেশের সম্প্রতিক অবস্থা নিয়ে চিন্তিত দেশবন্ধুর উত্তরসূরি প্রসাদ রঞ্জন দাশ, দেখুন কী বললেন | RG Kar
অনুদান ফেরালো মহিলারা! 'পরের বছর যদি না দেয় দেবে না' সাফ জানিয়ে দিল পুজো কমিটি | RG Kar Protest |