ISL: মেগা ডার্বিতে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান! কোচ বললেন, 'আমরা প্রমাণ করছি নিজেদের'

Published : Oct 05, 2024, 05:20 PM IST
MOHAMMEDAN SPORTING CLUB

সংক্ষিপ্ত

আইএসএল-এর (ISL) অন্যতম মেগা হাইভোল্টেজ ডার্বি। মুখোমুখি মোহনবাগান (Mohun Bagan) বনাম মহামেডান (Mohammedan)।

আইএসএল-এর (ISL) অন্যতম মেগা হাইভোল্টেজ ডার্বি। মুখোমুখি মোহনবাগান (Mohun Bagan) বনাম মহামেডান (Mohammedan)।

যদিও দুই দলেরই পয়েন্ট সমান। কিন্তু গোল পার্থক্যের নিরিখে লিগ টেবিলে মোহনবাগানের থেকে একধাপ উপরে রয়েছে মহামেডান। শনিবার, আইএসএল লিগ শিল্ড জয়ী দলের বিরুদ্ধে নামার আগে এটি যথেষ্ট ইতিবাচক বিষয় আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) ছেলেদের সামনে।

সেইদিক দিয়ে দেখতে গেলে শনিবার, প্রথমবারের জন্য আইএসএল (ISL 2024-25) ডার্বি খেলতে নামছে মহামেডান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত তিনটি ম্যাচে যে ফুটবল খেলেছেন অ্যালেক্সিস গোমেজরা খেলেছেন, তাতে এই ডার্বিতে নামার আগে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন সাদাকালো ব্রিগেডকে নিয়ে।

বিশেষ করে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে আন্দ্রে চেরনিশভের দল। আইএসএল (ISL) খেলতে এসেই প্রথম অ্যাওয়ে ম্যাচেই জয়, যে কোনও দলের জন্যই যথেষ্ট কৃতিত্বের। শুধু প্রথম অ্যাওয়ে ম্যাচই নয়, প্রথম ম্যাচেও শেষ মুহূর্তে গোল খেয়ে অল্পের জন্য হারতে হয়েছে তাদের। বাস্তবে, ভালো ফুটবলই খেলেছে গোটা দল।

এরপরের ম্যাচেও এগিয়ে থেকে ড্র। যদিও দলের কোচ আন্দ্রে চেরনিশভ যথেষ্টই বাস্তববাদী। তাই অতিরিক্ত আবেগে গা ভাসাতে চাইছেন না তিনি। এই ম্যাচে আবার সমর্থকদের মুখে হাসি ফোটানোই তাঁর লক্ষ্য।

আত্মবিশ্বাসী চেরনিশভের কথায়, “এই লিগে আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই। ছেলেদের পারফরম্যান্সে যথেষ্ট খুশি আমি। তবে এই ম্যাচটা অবশ্যই জিততে চাই। দুটি ম্যাচ খেলার পর, আমাদের ছেলেদের অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে।”

তাঁর মতে, “ওরা শক্তিশালী প্রতিপক্ষ। শ্রদ্ধা করি মোহনবাগানকে। কিন্তু আমরাও শক্তিশালী দল হিসেবেই চলতি প্রতিযোগিতায় খেলছি। গত তিন ম্যাচে অন্য দলগুলির সামনে আমরা প্রমাণ করেছি নিজেদের। তাই শুধু ভালো ফুটবলটাই খেলে যেতে হবে আমাদের।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল