ISL: 'আমি অন্য কিছু নিয়ে ভাবতে চাই না, শুধু....' মহামেডান ম্যাচের আগে কেন এমন বললেন মোলিনা?

আইএসএল-এর (ISL) লড়াইতে কার্যত মেগা ডার্বি। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান বনাম মহামেডান (Mohun Bagan vs Mohammedan)।

Subhankar Das | Published : Oct 5, 2024 10:55 AM IST

আইএসএল-এর (ISL) লড়াইতে কার্যত মেগা ডার্বি। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান বনাম মহামেডান (Mohun Bagan vs Mohammedan)।

তবে এই ম্যাচে নামার আগে রীতিমতো চাপে রয়েছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina)। পরপর ব্যর্থতায় একদিকে যখন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত বিদায় নিয়েছেন, তখন অপরদিকে মহামেডানের বিরুদ্ধে ডার্বিতে নামার আগে রীতিমতো চাপে রয়েছেন বাগান কোচ।

Latest Videos

বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে হারের পর মোহনবাগান ড্রেসিংরুমের পরিবেশই একেবারে বদলে গেছে। আর সেই জন্যই, শনিবারের মহামেডান ডার্বিকে ‘ডু অর ডাই’ হিসেবেই দেখছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা।

অন্যদিকে, ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান তারকা জেসন কামিংস জানালেন, “এটি একটি লম্বা লিগ। আমাদের দলে নতুন কোচ এসেছেন। ফলে, সবকিছু মানিয়ে নেওয়ার জন্য তাঁকে একটু সময় তো দিতেই হবে।”

এদিকে মোলিনার কথায়, “আমি কোনও চাপে নেই। অন্য ক্লাবের বিষয় নিয়ে তাই ভাবতে চাইছি না। শুধু ভাবছি, শনিবার ভালো একটা ম্যাচ খেলব। আমরা জয় তুলে আনতে চাই। সেদিকেই তাকিয়ে আছি।”

তাঁর মতে, “মহামেডান কখনই সহজ প্রতিপক্ষ নয়। এবারের আইএসএলে বেশ ভালো শুরু করেছে ওরা। আশা করছি যে, ভালো খেলা হবে।”

যদিও তারকা সমৃদ্ধ মোহনবাগান খাতায় কলমে যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু চলতি আইএসএলে (ISL) মহামেডান সত্যিই ভালো ফুটবল খেলছে। বিশেষত উইং-প্লে বরাবর লাগাতার আক্রমণ শানাচ্ছে সাদাকালো ব্রিগেড।

তাই সবুজ মেরুন হেড স্যার বলছেন, “আমাদের কাজটা আমাদের করে যেতে হবে। ভালো ফুটবল ডেলিভার করতে হবে। আশা করি, আমরা উন্নতি করতে পারব।”

সবমিলিয়ে, শনিবার হাইভোল্টেজ ডার্বিতে মুখোমুখি কলকাতার অন্যতম দুই প্রধান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

SSKM থেকে Dharmatala পর্যন্ত উত্তাল মিছিল জুনিয়র চিকিৎসকদের | RG Kar Protest
ধর্মতলায় অস্থায়ী তিলোত্তমা মঞ্চ ঘিরে উত্তেজনা তুঙ্গে! ১২ ঘণ্টা পরও নীরব প্রশাসন! | RG Kar Protest
কুলতলির ঘটনায় গর্জে উঠলেন সুকান্ত-সুজনরা, দেখুন কী বললেন তাঁরা | Kultali Incident | Sukanta | Sujan
কুলতলির ঘটনায় গ্রেফতার ১, ঘটনাস্থলে আসেন ডি আই জি আকাশ মাঘারিয়া | Kultali Incident
'শুধু পুজোটা যাক, এদের সব দুর্নীতি ফাঁস করব' কাদের উদ্দেশ্যে বললেন শুভেন্দু? Suvendu Adhikari