বাংলাদেশে সাফল্য পেয়েছেন, এবার ইস্টবেঙ্গলের হাল ধরবেন এই স্প্যানিশ কোচ?

বৃহস্পতিবার কলকাতা ছেড়েছেন ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। এরই মধ্যে লাল-হলুদের নতুন প্রধান কোচের নাম নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

Soumya Gangully | Published : Oct 4, 2024 2:50 PM IST / Updated: Oct 04 2024, 09:10 PM IST

ইস্টবেঙ্গলের নামের মধ্যেই রয়েছে ওপার বাংলার ছোঁয়া। বাংলাদেশ থেকে একাধিক ফুটবলার কলকাতায় এসে লাল-হলুদ জার্সি পরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদের মধ্যে সবার আগে মোনেম মুন্নার নাম আসে। বাংলাদেশের ক্লাবে খেলা একাধিক বিদেশি ফুটবলারও পরবর্তীকালে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। এবার বাংলাদেশের ক্লাবের হয়ে সাফল্য পাওয়া কোচ ইস্টবেঙ্গলের দায়িত্ব নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রধান কোচের পদ থেকে সরে যাওয়া অস্কার ব্রুজোন ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ হচ্ছেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে। ৬ বছর বসুন্ধরা কিংসের প্রধান কোচ হিসেবে ছিলেন অস্কার। তাঁর কোচিংয়ে টানা পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা কিংস। ফলে দলকে কীভাবে চ্যাম্পিয়ন করতে হয়, সেটা ভালোভাবেই জানেন অস্কার। এই কারণেই তাঁর উপর ভরসা রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

বাংলাদেশে অসামান্য সাফল্য অস্কারের

Latest Videos

২০১৮-১৯ মরসুমে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন অস্কার। তাঁর কোচিংয়ে ৬ মরসুমে ১১টি ট্রফি জিতেছে বাংলাদেশের এই ক্লাব। চার বার এএফসি কাপেও খেলেছে বসুন্ধরা কিংস। যদিও কোনওবারই গ্রুপ পর্যায় টপকাতে পারেনি অস্কারের দল। তিনি হাই-প্রোফাইল বিদেশি ফুটবলারদের সামাল দিতে পারেন। ফলে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলে মাদিহ তালাল, ক্লেইটন সিলভাদের সঙ্গে সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।

ইস্টবেঙ্গলে আসবেন রবসন?

অস্কারের কোচিংয়ে বসুন্ধরা কিংসে খেলেছেন ব্রাজিলের স্ট্রাইকার রবসন। তিনি বাংলাদেশের ফুটবলে সাড়া ফেলে দিয়েছেন। এ বছরের ২৩ নভেম্বর বসুন্ধরা কিংসের সঙ্গে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফলে অস্কার যদি ইস্টবেঙ্গলের প্রধান কোচ হন, তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে ক্লেইটনের পরিবর্ত হিসেবে আসতে পারেন রবসন। ইস্টবেঙ্গল সমর্থকরা সেই আশাই করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'গো ব্যাক' বলেছিলেন সমর্থকরা, তাঁদেরই শুভেচ্ছা জানিয়ে কলকাতা ছাড়লেন কার্লেস কুয়াদ্রাত

'আইএসএল-এ একটা ম্যাচে জয় পেলেই ছন্দ ফিরে পাবে দল,' আত্মবিশ্বাসী বিনো জর্জ

অসুস্থতা কাটিয়ে ইস্টবেঙ্গলের অনুশীলনে সল ক্রেসপো, জামশেদপুরের বিরুদ্ধে খেলতে পারবেন?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ত্রাতার ভূমিকায় Bharati Ghosh! Ghatal-এর Mansuka বন্যা কবলিত মানুষদের পাশে সর্বভারতীয় মুখপাত্র
Nabadwip গৌরাঙ্গ সেতু পরিদর্শনে নদীয়ার জেলাশাসক ও PWD, দ্রুত সমাধানের প্রতিশ্রুতি! | Nadia News
আক্রান্ত জুনিয়র ডাক্তাররা! ফের কর্মবিরতি প্রত্যাহার! দেওয়া হলো ২৪ ঘণ্টা আল্টিমেটাম! | RG Kar Protest
Suvendu Adhikari | 'কে বলেছে পুজো থেকে বিরত থাকতে...' পুজোর উদ্বোধনে এসে ধুয়ে দিলেন শুভেন্দু
পেন্সিলের সিস দিয়ে দুই ইঞ্চির দুর্গাপ্রতিমা, তাক লাগালেন গঙ্গাসাগরের দেবতোষ দাস | Durga Puja Story