110
সিএফএল সুপার সিক্সের (CFL Super Six) ম্যাচে খেলতে নামে মহামেডান
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার, কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) বনাম সুরুচি সংঘ (Suruchi Sangha)।
Subscribe to get breaking news alertsSubscribe 210
সেই ম্যাচে এগিয়ে গিয়েও পরাজয়
হার মানল গতবারের চ্যাম্পিয়নরা।
310
চলতি কলকাতা লিগে একেবারেই ভালো ফর্মে নেই মহামেডান
শেষ ৫টি ম্যাচে তারা মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে।
410
প্রথমে অবশ্য এগিয়ে যায় সাদাকালো ব্রিগেড
এদিন ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে, সাকার গোলে ম্যাচে লিড নেয় তারা।
510
প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই
এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় সাদাকালো ব্রিগেড।
610
তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে সুরুচি
খেলার ৭৪ মিনিটে, সমতা ফেরান আবুসুফিয়ান শেখ।
710
কিন্তু সেখানেই শেষ নয়
লাগাতার আক্রমণ জারি রাখে সুরুচি সংঘ।
810
ম্যাচের ৮৫ মিনিটে, ফের গোল
এবার সুরুচির হয়ে জয়সূচক গোলটি করেন সঞ্জয় ওঁরাও।
910
এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি
দুই পক্ষের কেউই আর গোলের দরজা খুলতে পারেনি।
1010
শেষপর্যন্ত, জয় সুরুচির
মহামেডানকে ২-১ গোলে হারিয়ে জয় পেল সুরুচি সংঘ।