ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দিয়ে শুরু আইএসএল, প্রথমে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপ শেষ হওয়ার আগেই আইএসএল-এর সূচি ঘোষণা করা হল। আগামী মাসেই শুরু হয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ। এবারই প্রথম কলকাতার তিন প্রধান আইএসএল-এ খেলছে।

১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৪-২৫ মরসুমের আইএসএল। উদ্বোধনী ম্যাচে গতবারের আইএসএল ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে রানার্স মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। পরদিন অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব এবারই প্রথম আইএসএল-এ খেলছে। ১৬ সেপ্টেম্বর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল অভিষেক হচ্ছে সাদা-কালো ব্রিগেডের। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। হায়দরাবাদ এফসি আইএসএল-এ খেলছে। ফলে এবার ১৩ দলের লিগ হচ্ছে। নতুন দল হিসেবে আইএসএল-এ খেলছে মহামেডান স্পোর্টিং।

ফিরছে আই লিগের স্মৃতি

Latest Videos

জাতীয় লিগে একসঙ্গে কলকাতার চার দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ও টালিগঞ্জ অগ্রগামী খেলেছিল। এরপর আই লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং একসঙ্গে খেলেছে। এবারই প্রথম আইএসএল-এ একসঙ্গে কলকাতার তিন দল খেলছে। দেশের অন্য কোনও শহর থেকে একাধিক দল নেই। কলকাতা থেকেই একাধিক দল খেলছে। ফলে এবার আইএসএল-এর আকর্ষণ অনেক গুণ বাড়তে চলেছে।

 

 

কবে আইএসএল-এর কলকাতা ডার্বি?

এবার আইএসএল-এ কলকাতা ডার্বি শুধু ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ইস্টবেঙ্গল-মহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট-মহামেডান স্পোর্টিং ক্লাবেরও ডার্বি হতে চলেছে। ৫ অক্টোবর সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন। এরপর ১৯ অক্টোবর ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট লড়াই। ৯ নভেম্বর মহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। আপাতত ৩০ ডিসেম্বর পর্যন্ত আইএসএল-এর সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম পর্বের ম্যাচগুলি শেষ হওয়ার আগেই হয়তো দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হবে। এবার কলকাতার ফুটবলপ্রেমীরা বেশি ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পিয়ারলেসের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়রথ অব্যাহত

জাতীয় দলে ডাক পেলেন, জর্ডনে ফিরছেন ইস্টবেঙ্গলের রক্ষণের ভরসা হিজাজি মাহের

তিন প্রধানের কর্তাদের অনুরোধে সাড়া, সল্টলেকেই ডুরান্ড কাপের সেমি-ফাইনাল, ফাইনালের অনুমতি পুলিশের

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |