সে ছোটদের হোক কি বড়দের! ডার্বি মানেই যেন সবুজ মেরুন, ফের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

অনূর্ধ্ব-১৭ আই লিগে নিজেদের মাঠে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান  । 

ডার্বি মানেই যেন সবুজ মেরুন। প্রথমে অনূর্ধ্ব-১৫ দল, তারপর সিনিয়র দল এবং এবার সোজা অনূর্ধ্ব-১৭ দল। পাঁচদিনের মধ্যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কার্যত, ডার্বি জয়ের হ্যাটট্রিক করে ফেলল মোহনবাগান।

বুধবার,অনূর্ধ্ব-১৭ আই লিগে নিজেদের মাঠে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান । সবুজ মেরুনের হয়ে একমাত্র গোলটি করেন আদিত্য মণ্ডল।

Latest Videos

ইস্টবেঙ্গলের সিনিয়র দল আইএসএলে গত দশটি ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জিততেই পারেনি। যার মধ্যে আবার ৯টিতেই হার। তবে ছোটদের ডার্বিতে একটু হলেও দাপট দেখিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু দাপট দেখানো আর জেতা, এক জিনিস নয়।

কিন্তু ধীরে ধীরে জুনিয়রদের ফুটবলেও সম্ভবত দাপট শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের। এদিন ৭৯ মিনিটের মাথায়, মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন আদিত্য। এদিকে কর্নার থেকে ভাসানো বলে হেড করেন মোহনবাগানের এক ফুটবলার।

আর তারপর তা আসে আদিত্যর সামনে। বক্সের মাথা থেকে তাঁর শট ইস্টবেঙ্গলের এক ফুটবলারের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। এদিকে গত ১১ জানুয়ারি, অনূর্ধ্ব-১৫ ফুটবল ডার্বিতে প্রথমে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

এমনকি, ম্যাচের অনেকটা সময় পর্যন্ত এগিয়েও ছিল তারা। সেইদিন কার্যত, মোহনবাগানের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন রাজদীপ পাল। কিন্তু শেষপর্যন্ত ম্যাচে জয় পায় মোহনবাগানই।

আর ঠিক সেইদিনই গুয়াহাটিতে আইএসএলের ডার্বি অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে জেমি ম্যাকলারেনের করা গোল আর শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। কারণ, প্রায় আধ ঘণ্টা দশ জনে খেলতে হয়েছিল তাদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'এই নিকম্মা গুলো কেন আছে! সভার জন্য হাইকোর্ট যেতে হচ্ছে' ধুয়ে দিলেন দিলীপ | Dilip Ghosh Latest News
‘বাংলার চাকরিপ্রার্থীরা বঞ্চিত, উনি লন্ডনে মগ্ন!’ Mamata Banerjee-কে কটাক্ষ Adhir Ranjan Chowdhury-র
Nadia News: সামান্য কারণের জন্য নিষ্পাপ সারমেয়র সঙ্গে এইরকম করলো! প্রতিবাদে ফুঁসছে স্থানীয়রা
'হরিচাঁদ ঠাকুর না থাকলে ১ কোটি হিন্দু মুসলমানে পরিবর্ত হয়ে যেত'- মন্তব্য শুভেন্দু অধিকারীর
'রামনবমীর মিছিল বন্ধ করতে আসলে, ওদের ছুঁড়ে ফেলে দেব' ফের ফুল ফর্মে দিলীপ | Dilip Ghosh Latest News