ISL: ওড়িশার বিরুদ্ধে জুটল মাত্র এক পয়েন্ট, সঙ্গে একাধিক সুযোগ নষ্ট! ড্র করে ফিরছে মোহনবাগান

Published : Nov 10, 2024, 10:29 PM ISTUpdated : Nov 10, 2024, 10:30 PM IST
Mohun Bagan vs Odisha FC

সংক্ষিপ্ত

হল না তিন পয়েন্ট। 

রবিবার, ভুবনেশ্বরে ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ১-১ গোলে ড্র হল ম্যাচ। খেলার শুরুতেই আশিস রাইয়ের ভুলের খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। মনবীর সিং সমতা ফেরালেও ম্যাচ জয় সম্ভব হয়নি।

এমনিতে অবশ্য ওড়িশা এবারের আইএসএল-এ খুব একটা ভালো খেলছে না। লিগ টেবিলে এই মুহূর্তে ৯ নম্বরে রয়েছে তারা। আর উল্টোদিকে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল মোহনবাগান। অন্যদিকে, শীর্ষে থাকা বেঙ্গালুরু এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট পেয়েছে।

শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। খেলার বয়স তখন মাত্র ২ মিনিট। ডানদিক থেকে ভেসে আসা একটি ক্রস বক্সের মধ্যে বিপদমুক্ত করতে গিয়ে বেকায়দায় পড়ে যান সবুজ মেরুন ডিফেন্ডার আশিস রাই।

এরপর সেই বল সোজা চলে যায় গোলকিপার বিশাল কেইথের হাতে। কিন্তু বক্সের মধ্যে ইনডিরেক্ট ফ্রিকিকের নির্দেশ দেন রেফারি। সেই সুযোগে গোল করে চলে যান হুগো বুমোস।

কিন্তু লড়াই থেকে হারিয়ে যায়নি বাগান। তারপর ছন্দে ফেরে তারা। সেট পিসের সাহায্যে গোলের মুখ খোলার চেষ্টা করতে থাকেন ম্যাকলারেনরা। ফলে, ম্যাচের ৩৬ মিনিটে, কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত হেড করে জালে জড়িয়ে দেন মনবীর সিং। ওড়িশার গোলকিপার অমরিন্দর হাত ছুঁইয়েও তা আটকাতে পারেননি শেষপর্যন্ত।

তবে দ্বিতীয়ার্ধেও মরিয়া চেষ্টা চালায় দুই দল। কিন্তু গোলের মুখ খুলল না। তাই শেষ অবধি ভুবনেশ্বর থেকে এক পয়েন্ট নিয়েই ফিরে আসতে হবে মোলিনাদের। আপাতত ৭ ম্যাচে মোলিনার দলের পয়েন্ট দাঁড়াল ১৪। লিগ তালিকায় তারা আছে দ্বিতীয় স্থানে।

 

 

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?