ISL: লিস্টনের একমাত্র গোলে ঘরের মাঠে বেঙ্গালুরু বধ বাগানের, আরও এগিয়ে গেল সবুজ মেরুন

Published : Jan 27, 2025, 09:25 PM ISTUpdated : Jan 27, 2025, 11:08 PM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

ঘরের মাঠে জয় মোহনবাগানের। 

বাগানের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন লিস্টন কোলাসো (Liston Colaco)। 

আইএসএল-এ ফের জয়ের সরণিতে ফিরে এল মোহনবাগান। আগের দুটি ম্যাচে অবশ্য ড্র করে সবুজ মেরুন ব্রিগেড।

কিন্তু ঘরের মাঠে যেন পুরোপুরিভাবে ছন্দে ফিরে এল জোসে মোলিনার দল। সোমবার, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় সবুজ মেরুনের। এদিন ম্যাচে অবশ্য একটিমাত্রই গোল হয়েছে। লিস্টন কোলাসোর গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে মোহনবাগান। আর এই ম্যাচের পর, ১৮ ম্যাচে ৪০ পয়েন্টে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া ১৭টি ম্যাচ খেলে পেয়েছে ৩৩ পয়েন্ট।

এদিন বেঙ্গালুরু চেষ্টা করল বটে, কিন্তু পারল না। শেষ চার ম্যাচে ১ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরু খেতাবের দৌড়ে কিছুটা কিন্তু বর্তমানে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। কিন্তু সোমবার যুবভারতীতে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন বেঙ্গালুরুর ফুটবলাররা। মোহনবাগান প্রথম দিকে ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি।

খেলার ৯ মিনিটে, সুযোগ পেয়েছিলেন বেঙ্গালুরুর সুরেশ ওয়াংজাম। তাঁর শট অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর আবার ১৮ মিনিটে সুযোগ নষ্ট করেন সুনীল। মোহনবাগানের তরফ থেকে প্রথম ইতিবাচক আক্রমণটি উঠে আসে ম্যাচের ২২ মিনিটে। মনবীর সিং ডান প্রান্ত দিয়ে বেশ জোরালো গতিতে উঠে আসছিলেন।

তবে হ্যাঁ, প্রথমার্ধে বেঙ্গালুরুর আক্রমণের তীব্রতা ছিল অনেক বেশি। কিন্তু তার মাঝেও হাল ছাড়েনি মোহনবাগান। ম্যাচের ৩৮ মিনিটে, লিস্টন কোলাসোর দূরপাল্লার শট আটকে দলের পতন রুখে দেন গুরপ্রীত সিং সান্ধু। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ পেলেও কাএ লাগাতে পারেননি সুনীল ছেত্রী।

এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। এমনকি, বেশ কিছু সুযোগও তৈরি হয়। শেষপর্যন্ত, ডেডলোক ভাঙে ম্যাচের ৭৪ মিনিটে। দুরন্ত গোল করেন লিস্টন কোলাসো। গ্রেগ স্টেওয়ার্টের ক্রস থেকে বক্সের মাথায় বল পান তিনি। কিন্তু বল মাটিতে পড়ার আগেই লিস্টনের শক্তিশালী শট গুরপ্রীতকে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়।

আর মোহনবাগান এই ম্যাচ জিতে নেয় ১-০ ব্যবধানে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?