আইএসএল-এ টানা ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। কিন্তু শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে জয়ের দিনই লাল-হলুদ শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।
প্রথমে হলুদ কার্ড, তারপর চোট। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচে দু'বার ইস্টবেঙ্গলের অধিনায়ক সল ক্রেসপোর সঙ্গে এমন ঘটনা ঘটল, যাতে চিন্তায় পড়ে গেল দল। প্রথমার্ধেই হলুদ কার্ড দেখায় আগামী বৃহস্পতিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে পারতেন না এই মিডফিল্ডার। কিন্তু দ্বিতীয়ার্ধে চোট পেয়ে অন্তত দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে ক্রেসপোকে। ফলে ইস্টবেঙ্গলের মাঝমাঠ নিয়ে প্রধান কোচ অস্কার ব্রুজোঁকে পরিকল্পনা বদল করতে হচ্ছে। ক্রেসপো না থাকায় লাল-হলুদ মাঝমাঠের শক্তি কিছুটা কমে যেতে পারে। এই পরিস্থিতিতে ক্লেইটন সিলভাকে মাঝমাঠে খেলাতে পারেন অস্কার।
কতটা গুরুতর চোট?
২০২৩-২৪ মরসুমে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দেন ক্রেসপো। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখানোর পর চলতি মরসুমেও ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা এই স্প্যানিশ মিডফিল্ডার। শনিবার পর্যন্ত চলতি মরসুমে আইএসএল-এ ৯ ম্যাচেই খেলেছেন ক্রেসপো। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের ৫৪ মিনিটে পি ভি বিষ্ণুকে গোলের বল সাজিয়ে দেন ক্রেসপো। এরপর ৫৬ মিনিটে তিনি চোট পান। হেঁটে মাঠের বাইরে যেতে পারেননি এই মিডফিল্ডার। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। ম্যাচের পর অস্কার জানিয়েছেন, 'সলের পেশিতে টান ধরেছে। সোমবার ওর চোটের জায়গায় স্ক্যান করানো হবে। তবে দেখে মনে হচ্ছে ওকে অন্তত দু'সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।'
টানা দ্বিতীয় ম্যাচে জয় ইস্টবেঙ্গলের?
ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ১-০ জয় পাওয়ার পর চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ২-০ জয় পেল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ৯ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১১ নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা ক্ষীণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
তেরোর গেরো কাটল, 'চেন্নাই এক্সপ্রেস' বেলাইন করে ছুটছে অস্কারের ইস্টবেঙ্গল
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ব্যবস্থার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গল ক্লাবের
'বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি,' বার্তা সৌভিক চক্রবর্তীর