পাঞ্জাবকে ৩-০ গোলে উড়িয়ে দেবাশিস বললেন '১১, ৯ কিংবা ১০ আবার বিপক্ষ হয় নাকি?' জোরালো খোঁচা

Published : Feb 06, 2025, 01:34 AM ISTUpdated : Feb 06, 2025, 01:37 AM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

ঘরের মাঠে যেন বুলডোজার চালাল মোহনবাগান (Mohun Bagan)।

বুধবার, যুবভারতীতে শুরু থেকেই যেন শুরু সবুজ মেরুন ঝড়। তবুও প্রথমার্ধ পর্যন্ত শূন্য হাতেই ছিল জোসে মোলিনার ছেলেরা। কিন্তু প্রথম ৪৫ মিনিট পেরোতেই যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল তারা। আর সেই তাণ্ডবে একেবারে খরকুটোর মতো উড়ে গেল পাঞ্জাব এফসি (Punjab FC)।

ম্যাচের ৫৬ মিনিটে, জেমি ম্যাকলারেনের গোলে ডেডলক ভাঙে সবুজ মেরুন ব্রিগেড। এরপর খেলার ৬৩ মিনিটে, লিস্টন কোলাসোর গোলে ব্যবধান আরও বাড়ায় তারা। আর ম্যাচ শেষের একটু আগে ফের গোল করেন জেমি। এই ম্যাচে তাঁর জোড়া গোল।

আর এমনিতেই পাঞ্জাব ম্যাচে নামার আগে আইএসএলে (Indian Super League) ৫০টি ক্লিনশিট রাখার নজির গড়ে ফেলেছেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কেইথ (Vishal Kaith)। যার জন্য এদিন তাঁকে আইএসএল-এর (ISL) তরফ থেকে ‘৫০’ লেখা একটি স্পেশ্যাল জার্সিও তুলে দেওয়া হয়।

 

 

আর এই জয়ের পরেই মুখ খুলেছেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। তিনি খেলা শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানান, “আজকে আমরা চরম ব্যর্থ, কারণ আমরা রেফারি কিনতে পারিনি। জেনুইন পেনাল্টি প্রাপ্য ছিল। কিন্তু রেফারি কিনে কিনে সব ম্যাচ জিতে, তাই পেনাল্টি পাইনি। রেফারি না কিনেও যে জেতা যায়, সেটা আবারও প্রমাণ করলাম আমরা। তাই আমরা ১ নম্বরে। আমার বিপক্ষ ১, ২ বা ৩। ১১, ৯ কিংবা ১০ আবার বিপক্ষ হয় নাকি?

তিনি আরও যোগ করেছেন, “পরের ম্যাচটা অনেকদিন পর। এতদিন পরে ম্যাচ হলে একদিক দিয়ে যেমন সুবিধা, ফুটবলাররা অনেকদিন বিশ্রাম পায়। আবার অনেকক্ষেত্রে মোমেন্টাম নষ্ট হয়ে যায়। আমি আগেরদিনই বলেছি, দীপেন্দু অসাধারণ খেলছে। সেটা আজ আবার প্রমাণ করল। আমরা ভালো প্লেয়ার তৈরি করছি।”

 

 

এই জয়ের সুবাদে প্রথম দল হিসেবে সুপার সিক্সেও জায়গা পাকা মোহনবাগানের। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে