পাঞ্জাবকে ৩-০ গোলে উড়িয়ে দেবাশিস বললেন '১১, ৯ কিংবা ১০ আবার বিপক্ষ হয় নাকি?' জোরালো খোঁচা

ঘরের মাঠে যেন বুলডোজার চালাল মোহনবাগান (Mohun Bagan)।

বুধবার, যুবভারতীতে শুরু থেকেই যেন শুরু সবুজ মেরুন ঝড়। তবুও প্রথমার্ধ পর্যন্ত শূন্য হাতেই ছিল জোসে মোলিনার ছেলেরা। কিন্তু প্রথম ৪৫ মিনিট পেরোতেই যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল তারা। আর সেই তাণ্ডবে একেবারে খরকুটোর মতো উড়ে গেল পাঞ্জাব এফসি (Punjab FC)।

ম্যাচের ৫৬ মিনিটে, জেমি ম্যাকলারেনের গোলে ডেডলক ভাঙে সবুজ মেরুন ব্রিগেড। এরপর খেলার ৬৩ মিনিটে, লিস্টন কোলাসোর গোলে ব্যবধান আরও বাড়ায় তারা। আর ম্যাচ শেষের একটু আগে ফের গোল করেন জেমি। এই ম্যাচে তাঁর জোড়া গোল।

Latest Videos

আর এমনিতেই পাঞ্জাব ম্যাচে নামার আগে আইএসএলে (Indian Super League) ৫০টি ক্লিনশিট রাখার নজির গড়ে ফেলেছেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কেইথ (Vishal Kaith)। যার জন্য এদিন তাঁকে আইএসএল-এর (ISL) তরফ থেকে ‘৫০’ লেখা একটি স্পেশ্যাল জার্সিও তুলে দেওয়া হয়।

 

 

আর এই জয়ের পরেই মুখ খুলেছেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। তিনি খেলা শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানান, “আজকে আমরা চরম ব্যর্থ, কারণ আমরা রেফারি কিনতে পারিনি। জেনুইন পেনাল্টি প্রাপ্য ছিল। কিন্তু রেফারি কিনে কিনে সব ম্যাচ জিতে, তাই পেনাল্টি পাইনি। রেফারি না কিনেও যে জেতা যায়, সেটা আবারও প্রমাণ করলাম আমরা। তাই আমরা ১ নম্বরে। আমার বিপক্ষ ১, ২ বা ৩। ১১, ৯ কিংবা ১০ আবার বিপক্ষ হয় নাকি?

তিনি আরও যোগ করেছেন, “পরের ম্যাচটা অনেকদিন পর। এতদিন পরে ম্যাচ হলে একদিক দিয়ে যেমন সুবিধা, ফুটবলাররা অনেকদিন বিশ্রাম পায়। আবার অনেকক্ষেত্রে মোমেন্টাম নষ্ট হয়ে যায়। আমি আগেরদিনই বলেছি, দীপেন্দু অসাধারণ খেলছে। সেটা আজ আবার প্রমাণ করল। আমরা ভালো প্লেয়ার তৈরি করছি।”

 

 

এই জয়ের সুবাদে প্রথম দল হিসেবে সুপার সিক্সেও জায়গা পাকা মোহনবাগানের। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Myanmar-Thailand কাঁপল ভয়াবহ জোড়া ভূমিকম্পে! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কাঁপল Kolkata-ও
'তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী', মমতার সামনেই গর্জে উঠলেন UK-এর এসএফআইয়ের সদস্যরা
'এদের কী সাহস! বলছে হিন্দু বলে কেউ থাকবে না', মোথাবাড়ির ঘটনায় ক্ষোভ উগরে চরম হুঁশিয়ারি সুকান্তর
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র
‘Mamata Banerjee আবার ব্রিটিশ রাজ বাংলায় আনতে চাইছেন’ মমতার গোপন পরিকল্পনা ফাঁস করলেন Rudranil Ghosh