পারফরম্যান্সের দিক দিয়ে একেবারে তলানিতে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)।
সূত্রের খবর, আইএসএল-এর (Indian Super League) মাঝেই আবার নতুন একজন বিদেশি যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে। সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সে খেলে যাওয়া রাফায়েল মেসি বাউলি যোগ দিতে চলেছেন লাল-হলুদে।
চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পরের ম্যাচের আগেই সম্ভবত দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। তবে নতুন বিদেশিকে ইতিমধ্যেই চোটের জেরে বাকি মরশুম থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার হিজাজি মাহের।
উল্লেখ্য, কেরালার হয়ে গত ২০১৯-২০ মরশুমে মোট ১৭টি ম্যাচে খেলেছেন বাউলি এবং তাঁর সংগ্রহে ৮টি গোল। এরপর কেরালা ছাড়ার পর, চিনের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। শেষবার অবশ্য খেলেছেন শিজিয়াজুয়াং গোংফু ক্লাবের জার্সিতে। সেখানে ১৮টি ম্যাচে মোট ৯টি গোল রয়েছে তাঁর।
শোনা যাচ্ছে, মরশুমের শেষপর্যন্ত ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে এই চুক্তি করেছে। এদিকে চলতি মরশুমে ব্যাপক চোট সমস্যায় ভুগছে লাল হলুদ ব্রিগেড। দেখা যাচ্ছে, প্রায় প্রতিটি ম্যাচেই কোনও না কোনও ফুটবলার চোট পাচ্ছেন।
এমনিতে অবশ্য তিনি কোচ হয়ে আসার পর শোনা যাচ্ছিল ক্লেইটন সিলভা এবং হিজাজি মাহেরকে হয়ত দল থেকে বাদ দেওয়া হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে, তা কিছুটা হলেও সত্যি। কারণ, বাউলিকে ক্লেইটনের পরিবর্ত হিসেবেই নেওয়া হচ্ছে বলে শোনা সূত্রের খবর।
এখনও পর্যন্ত সূত্রের খবর, বাউলির সঙ্গে কথাবার্তা চলছে। তবে এখনও চূড়ান্তভাবে ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি। অনেকের মতে, অন্তত কিছুটা সম্মানজনক জায়গায় শেষ করতে গেলে বাকি ম্যাচগুলিতে ঘুরে দাঁড়ানো জরুরি। তাই বাউলিকে দলের নেওয়ার চেষ্টা চলছে। বাকিটা উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।