ISL: প্রথম ম্যাচেই পরাজয়! বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর কী জানালেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত?

Published : Sep 15, 2024, 12:50 AM IST

প্রথম ম্যাচেই হার। আইএসএলে (Indian Super League 2024-25) নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে ১-০ গোলে পরাজয় ইস্টবেঙ্গলের (East Bengal)।

PREV
18
মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি

শনিবার, কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামে লাল হলুদ ব্রিগেড।

28
তবে শুরুটা একদমই ভালো হল না তাদের

প্রথম ম্যাচেই বেঙ্গালুরু এফসির কাছে হার।

38
গোটা ম্যাচে একটিই গোল হল

প্রচুর গোলের দেখা মিলল না এই ম্যাচে।

48
লাল হলুদের বিরুদ্ধে জয় বেঙ্গালুরুর

ম্যাচের ২৫ মিনিটে, গোল করেন ভিনিথ ভেঙ্কটেশ। তাঁর একমাত্র গোলেই জয় হাসিল করে বেঙ্গালুরু।

58
ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত যা জানালেন

তিনি বললেন, “ছেলেরা দুর্ভাগ্যবশত গোল করতে পারেনি।”

68
আর কী মতামত দিলেন তিনি?

কুয়াদ্রাতের মতে, “তবে ওরা যতটা পেরেছে, জায়গা তৈরি করে তা কাজে লাগানোর চেষ্টা করেছে। যা দলের পক্ষে একটা একটা ভালো ইঙ্গিত।”

78
অপরদিকে বেজায় খুশি বেঙ্গালুরু এফসি কোচ

জেরার্ড জারাগোজা জানিয়েছেন, “প্রতিপক্ষকে জায়গা ছাড়ার কোনও প্রশ্নই ছিল না।”

88
তিনি ঠিক কী চেয়েছিলেন?

জারাগোজার কথায়, “ছেলেদের বলেছিলাম যে, ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খেলাটা উপভোগ করতে হবে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন করা।”

click me!

Recommended Stories