ISL: জমাটি রক্ষণভাগ স্বস্তি দিচ্ছে মহামেডান কোচকে, প্রথম জয়ের পর আরও আত্মবিশ্বাসী তারা

Published : Sep 28, 2024, 03:40 PM IST
Mohammedan Sporting Club

সংক্ষিপ্ত

নিজেদের প্রথম আইএসএলে (ISL) প্রথম জয় মহামেডানের (Mohammedan Sporting Club)। তাও আবার অ্যাওয়ে ম্যাচে গিয়ে।

নিজেদের প্রথম আইএসএলে (ISL) প্রথম জয় মহামেডানের (Mohammedan Sporting Club)। তাও আবার অ্যাওয়ে ম্যাচে গিয়ে।

ভারতের মেগা ফুটবল লিগ আইএসএলে সাদকালো ব্রিগেডের প্রথম জয়। তবে ঐতিহাসিক সেই জয়ের থেকেও মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভকে (Andrey Chernyshov) স্বস্তি দিচ্ছে জমাটি রক্ষণভাগ। অর্থাৎ, ক্লিনশিট রেখে জয়।

উল্লেখযোগ্য বিষয় হল, আইএসএলে নিজেদের প্রথম দুটি ম্যাচেই দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল খেয়েছে মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারের মূল কারণই হয়েছে সেই গোল খাওয়া। আবার দ্বিতীয় ম্যাচেও ৩ পয়েন্ট হাতছাড়া হয়েছিল। শেষমুহূর্তে গোল খেয়ে সেই ম্যাচ তারা ড্র করেছিল এফসি গোয়ার বিরুদ্ধে।

তবে তৃতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে আর শেষবেলায় গোল খায়নি দল। বরং ৩৯ মিনিটে, লালরেমসাঙ্গার গোলে পাওয়া লিডকে খেলার শেষ অবধি ধরে রেখেছিল চেরনিশভের দল। ফলে, তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরেছে তারা।

আর এই প্রসঙ্গেই মহামেডান কোচ বলেছেন, “এটাই আইএসএলে মহামেডানের প্রথম জয়। আমাদের এই দল ইতিহাস গড়ল। আগের দুটি ম্যাচেই আমরা অতিরিক্ত সময়ে গোল খেয়েছি। তবে এবার সেটা হয়নি। হয়ত আমাদের কিছু ভুল হয়েছিল। হয়ত ফুটবলার পরিবর্তন করার ক্ষেত্রে বেশি দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু এবার আর কোনও ভুল হয়নি।”

এদিকে আরও একটি সুখবর সাদাকালো শিবিরের জন্য। ইতিমধ্যেই দলের নতুন বিদেশি ফ্লোরেন্টো অগিয়েরের ভিসার কাগজপত্র জমা পড়েছে দূতাবাসে। তাই ২-১ দিনের মধ্যেই তিনি ভিসা পেয়ে যাবেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে আগামী ৫ অক্টোবর, মোহনবাগান ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই ফরাসি ডিফেন্ডার। এমনকি, আইএসএল-এর প্রথম ডার্বিতে তিনি স্কোয়াডেও থাকতে পারেন বলে জানা যাচ্ছে। তবে সবটাই নির্ভর করছে ফিটনেসের উপর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?