ISL: জমাটি রক্ষণভাগ স্বস্তি দিচ্ছে মহামেডান কোচকে, প্রথম জয়ের পর আরও আত্মবিশ্বাসী তারা

নিজেদের প্রথম আইএসএলে (ISL) প্রথম জয় মহামেডানের (Mohammedan Sporting Club)। তাও আবার অ্যাওয়ে ম্যাচে গিয়ে।

Subhankar Das | Published : Sep 28, 2024 10:10 AM IST

নিজেদের প্রথম আইএসএলে (ISL) প্রথম জয় মহামেডানের (Mohammedan Sporting Club)। তাও আবার অ্যাওয়ে ম্যাচে গিয়ে।

ভারতের মেগা ফুটবল লিগ আইএসএলে সাদকালো ব্রিগেডের প্রথম জয়। তবে ঐতিহাসিক সেই জয়ের থেকেও মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভকে (Andrey Chernyshov) স্বস্তি দিচ্ছে জমাটি রক্ষণভাগ। অর্থাৎ, ক্লিনশিট রেখে জয়।

Latest Videos

উল্লেখযোগ্য বিষয় হল, আইএসএলে নিজেদের প্রথম দুটি ম্যাচেই দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল খেয়েছে মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারের মূল কারণই হয়েছে সেই গোল খাওয়া। আবার দ্বিতীয় ম্যাচেও ৩ পয়েন্ট হাতছাড়া হয়েছিল। শেষমুহূর্তে গোল খেয়ে সেই ম্যাচ তারা ড্র করেছিল এফসি গোয়ার বিরুদ্ধে।

তবে তৃতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে আর শেষবেলায় গোল খায়নি দল। বরং ৩৯ মিনিটে, লালরেমসাঙ্গার গোলে পাওয়া লিডকে খেলার শেষ অবধি ধরে রেখেছিল চেরনিশভের দল। ফলে, তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরেছে তারা।

আর এই প্রসঙ্গেই মহামেডান কোচ বলেছেন, “এটাই আইএসএলে মহামেডানের প্রথম জয়। আমাদের এই দল ইতিহাস গড়ল। আগের দুটি ম্যাচেই আমরা অতিরিক্ত সময়ে গোল খেয়েছি। তবে এবার সেটা হয়নি। হয়ত আমাদের কিছু ভুল হয়েছিল। হয়ত ফুটবলার পরিবর্তন করার ক্ষেত্রে বেশি দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু এবার আর কোনও ভুল হয়নি।”

এদিকে আরও একটি সুখবর সাদাকালো শিবিরের জন্য। ইতিমধ্যেই দলের নতুন বিদেশি ফ্লোরেন্টো অগিয়েরের ভিসার কাগজপত্র জমা পড়েছে দূতাবাসে। তাই ২-১ দিনের মধ্যেই তিনি ভিসা পেয়ে যাবেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে আগামী ৫ অক্টোবর, মোহনবাগান ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই ফরাসি ডিফেন্ডার। এমনকি, আইএসএল-এর প্রথম ডার্বিতে তিনি স্কোয়াডেও থাকতে পারেন বলে জানা যাচ্ছে। তবে সবটাই নির্ভর করছে ফিটনেসের উপর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News