আইএসএল-এ লাল-হলুদ জার্সিতে অভিষেক আনোয়ারের, নতুন স্বপ্ন দেখছেন সমর্থকরা

মাঠের বাইরে বসে থাকা একজন ফুটবলারের কাছে সবচেয়ে যন্ত্রণার অধ্যায়। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলিকে এই পর্ব পেরোতে হয়েছে। তবে শেষপর্যন্ত মাঠে নামার সুযোগ পেলেন এই ডিফেন্ডার।

রবিবার আইএসএল-এর অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন আনোয়ার আলি। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে পারেননি এই ডিফেন্ডার। তবে দিল্লি হাইকোর্টের রায়ের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারের নির্বাসন তুলে নিয়েছে। এই ডিফেন্ডারকে নো-অবজেকশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে। ফলে রবিবার খেলার সুযোগ পাচ্ছেন আনোয়ার। চলতি মরসুমে বারবার রক্ষণ নিয়ে সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। সদস্য-সমর্থকরা আনোয়ারের মাঠে নামার জন্য অপেক্ষা করছিলেন। রবিবার সেই অপেক্ষার অবসান হল। আনোয়ার মাঠে নামায় এবার দলে ভারসাম্য আসবে বলে আশায় ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। তাঁদের আশা, আর গোল হজম করবে না দল।

লাল-হলুদ রক্ষণের ভরসা আনোয়ার

Latest Videos

রবিবার ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন আনোয়ার, জিকসন সিং, মাদিহ তালাল, দিমিত্রিয়স দিয়ামান্তাকস, নন্দকুমার শেখর, মহম্মদ রাকিপ, প্রভসুখন সিং গিল, সল ক্রেসপো, নাওরেম মহেশ সিং, হেক্টর ইয়ুস্তে ও মার্ক জোথনপুইয়া। লাল-হলুদের সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন আনোয়ার ও হেক্টর। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে একসঙ্গে খেলেছিলেন এই দুই ডিফেন্ডার। তাঁদের সেই বোঝাপড়া কাজে লাগবে বলে আশায় লাল-হলুদ শিবির।

ছন্দে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল

এবারের মরসুমের শুরুটা ভালোভাবে করতে পারেনি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে গ্রুপের সব ম্যাচেই গোল হজম করে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পর শিলং লাজংয়ের কাছে হেরে যায় কার্লেস কুয়াদ্রাতের দল। এরপর আইএসএল-এর প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-১ হেরে যায় ইস্টবেঙ্গল। এবার শক্তিশালী দল গড়ার পরেও এই ব্যর্থতায় ক্ষুব্ধ সমর্থকরা। কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছে দল। হোম ম্যাচের আগে ভালো পারফরম্যান্স দেখিয়ে পয়েন্ট নেওয়াই লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য। না হলে চাপ বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা, মানুষের পাশে ইস্টবেঙ্গল ক্লাব

হিজাজিদের দায়সারা ফুটবল, এবারও হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ফুটবলপ্রেমীদের পাশে কলকাতা মেট্রোরেল, আইএসএল ম্যাচের দিন সমর্থকদের জন্য বিশেষ পরিষেবা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla