ISL: 'আমরা তিন পয়েন্টের জন্যই খেলব' কেরালার বিরুদ্ধে মাঠে নামার আগে হুঙ্কার কুয়াদ্রাতের

Published : Sep 22, 2024, 09:51 AM IST
EAST BENGAL

সংক্ষিপ্ত

জয়ের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার, কোচিতে আইএসএল-এর (ISL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

জয়ের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার, কোচিতে আইএসএল-এর (ISL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাওয়ে ম্যাচে প্রীতম কোটালদের পাশাপাশি কেরালার প্রায় ৪০ হাজার সমর্থকের চাপও সামলাতে হবে লাল হলুদ ব্রিগেডকে। সেই কথা মাথায় রেখেও কেরালার বিরুদ্ধে পুরো ৩ পয়েন্টের জন্যই ঝাঁপানোর বার্তা দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

আইএসএল-এর শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি তাদের। বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হেরে বেজায় চাপে কোচ কুয়াদ্রাত। কারণ, সেই ফলাফলের জন্য কোচের স্ট্র্যাটেজি এবং দল নির্বাচন নিয়ে একাধিক গলদের কথা উঠে আসছে।

যদিও আইএসএলের শুরুতে দলের নড়বড়ে অবস্থা নিয়ে তিনি বললেন, “আমরা সবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছি। প্রথম ম্যাচে হারলেও আমরা খারাপ খেলিনি। অনেক সুযোগ তৈরি করেছে গোটা দল। ফুটবলাররা যথেষ্ট চেষ্টা করেছে। মরশুমের শুরুতে সব দলই নিজেদের সেরা কম্বিনেশনের খোঁজে রয়েছে। সব ফুটবলাররাই দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি পুরো পয়েন্ট পাওয়ার বিষয়ে আশাবাদী।”

অন্যদিকে, আনোয়ারের অভিষেক প্রসঙ্গে কুয়াদ্রাত জানিয়েছেন, “আমরা সম্ভাব্য সেরা দলই নামাব।” শনিবার সন্ধ্যায় পুরোদমে অনুশীলন করল ইস্টবেঙ্গল। বিশেষত পাসিং এবং সেট-পিস প্র্যাকটিস করে দল। ইস্টবেঙ্গলের মতো প্রথম ম্যাচে হেরেছে কেরালাও। এই নিয়ে লাল হলুদ কোচের মতে “কেরালার বিরুদ্ধে কোচিতে খেলা সত্যিই কঠিন কাজ। কারণ, ওরা স্টেডিয়ামে বিপুল পরিমাণ সমর্থন পায়। আমাদের ভালো খেলতে হবে জেতার জন্য। কেরালা প্রথম ম্যাচে হেরেছে। ফলে, পুরো পয়েন্ট পাওয়ার চাপ থাকবে ওদের উপরও।”

এদিকে কেরালারই প্রাক্তনী দিমিত্রিয়স দিয়ামান্তাকস, জিকসন সিং, মহেশ সিং, প্রভসুখন গিলরা বড় ভরসা ইস্টবেঙ্গলের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?