St. Xavier’s: স্কুল ফুটবলে নতুন নজির, মাদ্রিদের টুর্নামেন্টে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট

Published : Jun 18, 2025, 02:51 PM ISTUpdated : Jun 18, 2025, 02:58 PM IST
Xavier

সংক্ষিপ্ত

St. Xavier’s Collegiate School Calcutta: পড়াশোনার ক্ষেত্রে শুধু কলকাতাই নয়, দেশের অন্যতম সেরা স্কুল সেন্ট জেভিয়ার্স। তবে শুধু পড়াশোনাই নয়, খেলাতেও অসাধারণ সাফল্য এই স্কুলের পড়ুয়াদের। এবার মাদ্রিদে (Madrid) খেলতে যাচ্ছে এই স্কুলের ফুটবল দল।

MADCUP Football 2025 In Madrid: স্কুল ফুটবলে নতুন নজির গড়ল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল (St. Xavier’s Collegiate School Calcutta)। ভারতের প্রথম যুব দল হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদে (Madrid) ম্যাডকাপ ফুটবল টুর্নামেন্টে (MADCUP Football Tournament 2025) খেলতে নামছে পার্ক স্ট্রিটের (Park Street) এই বিখ্যাত স্কুলের ফুটবল দল। শুক্রবার শুরু হচ্ছে ম্যাডকাপের পঞ্চম সংস্করণ। স্পেনের ৩২টি মাঠে এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবে। এর মধ্যে আছে অ্যাটলেটিকো ডে মাদ্রিদ স্পোর্টস সেন্টার (Atlético de Madrid Sports Centre), কিউদাদ ডেপোর্টিভো ডেল রিয়াল মাদ্রিদ (Ciudad Deportiva del Real Madrid), কিউদাদ ডেল ফুটবল ডে লা রোখা (Ciudad del Fútbol de Las Rozas)। সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ারা এরকম জায়গায় খেলার সুযোগ পাচ্ছে। ফলে ভবিষ্যতে যারা পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে, তাদের কাছে এই অভিজ্ঞতা অমূল্য হয়ে থাকবে।

বড় দলগুলির বিরুদ্ধে খেলবে সেন্ট জেভিয়ার্স

সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল অ্যাটলেটিকো ডে মাদ্রিদ (Atlético de Madrid), অলিম্পিক মার্সেইয়ের (Olympique Marseille) সহযোগী দল এস ও কাইলোলাইসের (SO Caillolais) বিরুদ্ধে খেলবে। সেন্ট জেভিয়ার্সের ফুটবল-ঐতিহ্য আছে। ভারতের স্বাধীনতার আগে এই স্কুলের ফুটবল দল ডুরান্ড কাপ (Durand Cup), আইএফএ শিল্ডের (IFA Shield) মতো দেশের সেরা টুর্নামেন্টগুলিতে যোগ দিত। এবার ভারতের প্রথম স্কুল দল হিসেবে নতুন নজির গড়ল সেন্ট জেভিয়ার্স। ম্যাডকাপ ফুটবল টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ (Real Madrid CF), জুভেন্টাস (Juventus FC), সেভিয়া (Sevilla FC), রিভার প্লেট (CA River Plate), ভ্যালেন্সিয়ার (Valencia CF) মতো বিশ্ব ফুটবলের বিখ্যাত ক্লাবগুলির যুব দল খেলবে। পাঁচ মহাদেশের ৪০টি দল এই টুর্নামেন্টে যোগ দিচ্ছে। ফলে সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ারা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে চলেছে।

উচ্ছ্বসিত সেন্ট জেভিয়ার্সের শিক্ষক-পড়ুয়ারা

সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের ফুটবল দলের জন্য গর্বিত শিক্ষক ও পড়ুয়ারা। সবারই আশা, মাদ্রিদে এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখাবেন কলকাতার কিশোর ফুটবলাররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?