আইএসএল ২০২৬: দলের স্বার্থে বেতন কমাতে রাজি এফসি গোয়ার ফুটবলার, সাপোর্ট স্টাফরা

Published : Jan 16, 2026, 07:29 PM IST
FC Goa vs Al-Nassr

সংক্ষিপ্ত

Indian Super League 2026: ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আইএসএল। কিন্তু এখন ভারতীয় ফুটবলের যা অবস্থা, তাতে সব ক্লাবই সমস্যায়। ভারতীয় ও বিদেশি ফুটবলাররা আর্থিক সমস্যায় পড়েছেন।

FC Goa: চুক্তিতে যে অঙ্কের কথা বলা হয়েছে, তার চেয়ে কম অর্থ নিয়েই এবারের আইএসএল-এ (Indian Super League 2026) খেলতে চলেছেন এফসি গোয়ার ফুটবলাররা। একইসঙ্গে সাপোর্ট স্টাফরাও কম অর্থ নিতে রাজি হয়েছেন। অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান-সহ (Sandesh Jhingan) দলের সবাই বর্তমান পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে কম বেতন নিতে রাজি হয়েছেন। এ বিষয়ে এফসি গোয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতীয় ফুটবল নিয়ে সত্যিকারের অনিশ্চয়তার মুহূর্তে আমাদের ক্লাব যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সে বিষয়ে সততার সঙ্গে কঠিন আলোচনা করা হয়েছে। তারপর যা হল, তা আমাদের অবিশ্বাস্য গর্বিত করে তুলেছে। আমাদের প্রথম দলের খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফরা এগিয়ে আসেন। সবাই একসঙ্গে মিলে এই সময় বেতন কমাতে রাজি হয়ে ক্লাবের পাশে থাকছেন। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। সবাই নিজেদের কথা না ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে।’

বর্তমানে ভারতীয় ফুটবলে অন্যতম সেরা দল এফসি গোয়া

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে (AFC Champions League Two) আল-নাসরের (Al-Nassr FC) বিরুদ্ধে খেলেছে এফসি গোয়া। চলতি মরসুমে সুপার কাপ (AIFF Super Cup 2025) চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অন্যতম সফল এই ক্লাব। কিন্তু এখন ভারতীয় ফুটবলে চরম দুরবস্থা চলছে। এই পরিস্থিতিতে অনেক বিদেশি ফুটবলারই আইএসএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য দেশের ক্লাবে চলে যাচ্ছেন। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) তিনজন বিদেশি ফুটবলার দল ছেড়েছেন। এই পরিস্থিতিতে সন্দেশ, উদান্তা সিং (Udanta Singh), বরিস সিংয়ের (Boris Singh) মতো জাতীয় দলে খেলা ফুটবলাররা বুঝতে পারছেন, ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহ হারাচ্ছেন। তাঁরা যাতে আর্থিক ক্ষতির জেরে সরে না যান, সেটা নিশ্চিত করতেই বেতন কমানোর সিদ্ধান্ত নিলেন ফুটবলার ও সাপোর্ট স্টাফরা।

 

 

অন্য দলেও বেতন কমবে?

এফসি গোয়ার পর আইএসএল-এর অন্য দলগুলির ফুটবলারদেরও বেতন কমানো হতে পারে বলে জল্পনা চলছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আইএসএল।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে, এবারের আইএসএল শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। তবে এখনও ক্রীড়াসূচি ঘোষণা করা হয়নি।
Read more Articles on
click me!

Recommended Stories

East Bengal: মাত্র চার মাসের মধ্যেই হিরোশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লাল হলুদ, আইএসএল-এর আগেই বড় ঘোষণা
ISL 2026: আইএসএল-এর নয়া মডেলকে স্বীকৃতি দিল এএফসি, স্বস্তি ফেডারেশনের